=====================
পুস্তক পরিচয়
=====================
==================================
নয়ন তাহারে পায় না দেখিতে
==================================
লেখক – মনোয়ারুল ইসলাম
প্রকাশক – নালন্দা পাবলিকেশন
প্রকাশকাল – মার্চ, ২০২১
মুল্য – ৩০০টাকা
==================================
পৃথিবীতে কত কি না ঘটে চলেছে। দেখা-অদেখার মেলবন্ধনে সবটাই খুব স্বাভাবিক আবার সাহিত্যের ভাষায় অশরীরী, রোমাঞ্চকর কিছু। চোখে যেটুকু দেখতে পাই, তার বাইরেও যে আরও একটি দুনিয়া রয়েছে, সেটা আমাদের মত সাধারন মানুষ নেহাত মানতে চায় না যতক্ষণ না কোন অশরীরী আহ্বান পায়।
যা অদেখা, তাই ভয়ের সূত্রপাত ঘটায়।
তেমন ভাবেই সূচনা হয় এই নভেলার প্লটের।
শুরুটা যেমন তেমন, সাধারন একটা সাংসারিক প্লট, একটি মেয়ের কাহিনী। হঠাৎ করেই সেই গল্পে রক্তের ছিটে। মুহূর্তের মধ্যেই দমবন্ধ, সাইলেন্স।
একটার পর আর একটা ক্যারেক্টার এন্ট্রি এবং দুর্ঘটনা। চলবে মোটামুটি গল্পের মাঝখান পর্যন্ত। রহস্য কে সমান্তরালে রেখে পাঠক কে ‘কেন’, ‘ কিকরে’ এই সব প্রশ্নে হয়রানি করবে। এটাই হয়তো সেই এলিমেন্ট যেটা ছাড়া গল্পের টান ধরে রাখা সম্ভব হতো না।
গল্পের প্লট কোনভাবেই আমি রিভিল করতে চাইছি না। আকারে ছোট্ট এমন গল্পের রস, পাঠক শ্রেণী শুরু থেকে পাক, এটাই চাইবো।
কিছু ভাললাগা সঙ্গে মন্দলাগা রয়েছে এই বইটির সাথে আমার।
গল্প গতিতে এগিয়েছে, নিঃসন্দেহে। কোথায় স্টেপ ক্রস করে আর একটা অঘটন কে দেখানো যেতে পারে, যেটা আমরা উপভোগ করতে চাইছি, সেই ব্যাপারে লেখার হাত ভাল। সময়ের বিভাগে মোটের ওপর ঘটনাগুলো একটু ভেবে ভেবে এগোতে হবে। কখনও ঘটনা ওভারটেক করে আর একটায় জাম্প করবে, বেশ দুর্দান্ত গতিতে ( শেষের দিকে )। এখানেই একটা বিশেষ ভালোলাগা কাজ করে। কারন পাঠক রাও চায়, গল্প পড়তে পড়তে নিজেও খোরাক পাক, অজানা কিছু খোজার।
বইয়ের বাইন্ডিং ও পাতার কোয়ালিটি দারুন, একেবারেই নিখুঁত এর কাছাকাছি। বইয়ের ওপরের টাইটেলটা খুব সুন্দর ফন্ট দিয়ে তৈরি, বেশ চকচকে।
কিন্তু দিয়ে শুরু করি, বইয়ের দাম।
গল্পের মান অনুযায়ী আমার একটু বেশী লেগেছে দামটা।
আর একটা মেইন সমস্যা, গল্পের নড়বড়ে শেকড়।
একটা ভাল প্লটের গল্প হতে হলে গল্পের যেমন বিস্তার দরকার ( এইখানে সেটা মোটামুটি রয়েছে ), তেমনই যে পিলারের ওপর পুরো গল্পটি দাড়িয়ে রয়েছে, সেটা নড়বড়ে হলে একেবারেই গণ্ডগোল। হ্যাঁ, গল্পের শেষে এসে আমার মত পাঠক কে কিন্তু তুষ্ট করে পারেনি। সেজন্যই রেটিং একটু প্রভাবিত হয়েছে।
বেশ কিছু জায়গায় আমার প্রশ্ন রয়েছে, যদিও সেটা উত্তর হিসেবে নিজের মত করে সাজিয়ে নিয়েছি। তা সত্ত্বেও ফাঁক থেকেই যাচ্ছে।
ভাল কিছু চমকপ্রদ তথ্য গল্পের মধ্যে রাখার স্কোপ অবশ্যই ছিল। সেগুলো থাকলে হয়তো পুরো কাহিনির মান আরই পজিটিভ হতো।
সর্বশেষ একটাই কথা, বইটি লাইব্রেরী থেকে কালেক্ট করা সম্ভব হলে, পড়ে দেখতে পারেন, হতাশ হবেন না।
Comments
Post a Comment