=====================
পুস্তক পরিচয়
=====================
#রিভিউ
#review
#পাঠপ্রতিক্রিয়া
©সমীরণ
==================================
==================================
লেখক – বৈশালী দাশগুপ্ত নন্দী
প্রকাশক – বিভা প্রকাশনী
প্রকাশকাল – বইমেলা, ২০১৯
মুল্য – ১৫৫টাকা
==================================
ভয়ের বা ভয়ঙ্করের গল্পের আধুনিক কিছু প্লট দিয়ে সাজানো হয়েছে এই ছোট্ট গল্পের বইটি।
লেখিকার লেখা এই বইটি আমার কাছে প্রথম।
মোট ৭টি ভিন্ন স্বাদের প্লট রয়েছে, গল্পের মাধ্যমে যেগুলোর বাস্তবতা ও ভয়ের মিশ্রণ
কে খুব কাছ থেকে মেশাতে চেষ্টা করেছেন। মাঝে মধ্যে গল্পের মধ্যে তাড়াহুড়ো লক্ষ্য
করা যায়, ঠিক হুস করে চলে যাওয়া গাড়ির মত। কিন্তু সত্যি বলতে, ওনার কল্পনায় একটা জাল
রয়েছে, যেটা নিজের মত করে কাল্পনিক ভাবনায় পাঠকদের ফেলে দিতে পারবে।
ভয় ব্যাপারটা রয়েছে, তবে সেই অর্থে ততটা ভয়াল আমার মনে হোল না। ভয় পাওয়ানোর সেই
স্থান গুলো আরও একটু ডিটেলিং থাকলে পূর্ণ মাত্রা পেত বলেই আমার ধারনা।
আমার পছন্দের গল্পটি, “স্বপ্নসম্ভব” কিন্তু ধানী লঙ্কার মতই ঝাল। এই গল্পটা
প্রসারিত করে একটা আস্ত থ্রিলার বা রহস্য গল্প বানিয়ে ফেলা সম্ভব। মোটের ওপর নতুন
প্লটের খোরাক খুঁজতে চাইলে এই বই পড়া যায়।
কিন্তু, শেষ গল্প দুটো যেমন ছোট, তেমনই মনে ধরেনি। লেখার মধ্যে তাড়াহুড়ো করে শেষ
করার ব্যাপার আমার অন্তত মনে হোল।
তবে ঘুরতে গেলে বা কোথাও ছুটি নিয়ে যেতে চাইলে পথে ভয়ের এই পকেটসংস্করণটি কিন্তু
দারুন উপাদেয় হতে পারে।
===============
#সমীরণসামন্ত
#নরকের_দ্বার_খোলা
#রিভিউ
#পাঠপ্রতিক্রিয়া
©বাতাসবাবুরপাতা
©সমীরণসামন্ত
Comments
Post a Comment