=====================
পুস্তক পরিচয়
=====================
#রিভিউ
#review
#পাঠপ্রতিক্রিয়া
©সমীরণ
==================================
বিশ আতঙ্ক
==================================
সম্পাদক – অনন্যা দাস
প্রকাশক – মাথামোটার দপ্তর
প্রকাশকাল – নভেম্বর, ২০২২
মুল্য – ৪০০টাকা
==================================
প্রথমেই
বলে রাখি, এই বইটি কেনা আমার এক বিশেষ বন্ধুর জন্য। তার লেখা রয়েছে জেনে আমি খুশি এবং তার লেখা বইয়ের পাতায় পড়েও আমি খুশি। ছেলেটা বড্ড ডার্ক লেখে। এখানে একটু আলো পেয়েছে বলা চলে। সেই বন্ধুর নাম গোপন থাক আপাতত।
নামকরন
এর দিক থেকে বলতে গেলে, ব্যাপারটা একেবারেই যথার্থ। বিশ জন সমসাময়িক লেখক এর দৃষ্টি তে ধরা বিষের মত বিশ রকমের আতঙ্কের উপকথা। কোথাও রয়েছে বিদেশী প্লটের ছোঁয়া, কোথাও আবার বিদেশী ভয়ের হাড় হিম করা ঘটনা। কোনটা আবার পড়তে গিয়ে নিজেকেই অদ্ভুত একটা জায়গায় আবিস্কার করে ফেলতে পারেন। আর তারপরেই মনে হতে পারে, পেছনে এতক্ষণ ধরে কেউই ছিল হয়তো। আপনার সাথেই গল্প পড়ছিল সে বা তাঁরা।
‘আরবান
লিজেন্ড’ এই শব্দগুচ্ছ এর সাথে আমরা অল্প বিস্তর পরিচিত। আমাদের বাংলায় যেমন ডাকিনী, শাঁকচুন্নি, অথবা মেছো ভূত বা ব্রম্ভদত্তি রয়েছে। তেমনই বিদেশ বিভুই তেও আতঙ্ক রয়েছে, তবে নিজের মত করে। ভয় যেখানে শুরু হয় কখনও জলের ভেতরে, কখনও বনের ভেতরে অথবা কখনও গাছের ওপরে। বলে রাখা ভালো এক্ষেত্রে বেশীরভাগ
গল্পের ভয়ের একটা ফিজিক্যাল সত্ত্বা রয়েছে।
এই যেমন জাপানের কুচিসাকিওনা। রাস্তায় নির্জনে ছেলে মেয়েদের কাছে আসে, নিজের মুখ মাস্কে ঢেকে রেখে। বাচ্চা দের প্রশ্ন করে। তাদের উত্তর যেটাই হোক, তাদের হাল ঠিক কুচিসাকিওনার মতই হয়। ধারালো কাঁচি দিয়ে মুখের গাল পুরোটাই কেটে দেয়, এফোঁড় ওফোঁড় করে রক্তাক্ত করে ফেলে। বেশি ডিটেলস এ গেলাম না। তো এই কুচিসাকিওনা এর ঘটনা কে কেন্দ্র করে যদি একটা গল্প বানানো যায়, তাহলে কেমন হয় ?
এমনই কুড়িটা লিজেন্ড কে নিয়ে ভয়, আতঙ্ক, শিরশিরে গল্প রয়েছে (কুচিসাকিওনা এর গল্প এখানে নেই )।
বেশ কয়েকটি গল্পের বুনন ভালো। আলাদা করে উল্লেখ করছি না। তবে বেশ কয়েকটা পরিনত হাতের লেখা পেয়েছি। গুটিকয়েক লেখা জোর করে মেলানো হয়েছে, শেষটা ঠিক করে
জমেনি বা জোর করে জমাতে চেষ্টা।
ফাক ফোঁকর থাকলেও প্লটের খাতিরে সেগুলো ভুলে দেখা চলে। গল্পের শব্দ সংখ্যা যেহেতু মোটামুটি ভাবে ছোট্ট, তাই অনেকেই সেই অল্পের মধ্যে অনেক বড় কিছু করে দেখানোর চেষ্টা করেছেন। সাধুবাদ জানাই তাদের।
প্লাস
পয়েন্ট
হোল, এখানে রয়েছে নানা মুনি। তাদের নানা মত, তাদের
দেখার
দৃষ্টিভঙ্গি
সঙ্গে
আরবান
লিজেন্ড
কে অ্যাড করে প্লট তৈরি, বেশ ভালো ভাবেই একজিকিউট করা হয়েছে। প্রত্যেকবার নতুন গল্প , নতুন ভয়, নতুন
কিছু আসছে, সেটাও নতুন কলমে।
বইয়ের
দিক থেকে বলে রাখি, কাগজের কোয়ালিটি কিন্তু দারুন। প্রিন্টিং এবং ফন্ট ঝকঝকে। বাইন্ডিং একেবারেই ঠিকঠাক। সর্বোপরি পাওয়া লেখক পরিচিতি, ভিজুয়ালি।
যার গল্প পড়ছেন, তাকে একবার চোখের দেখা দেখে ফেলার স্কোপ পাবেন, বইয়ের পেছনের
মলাটে।
লেখা শেষে, একটাই আবদার রাখছি, এর দ্বিতীয় পার্ট আসুক। তবে এবারে অন্য রকম ভাবে। আর হ্যাঁ, পরিনত লেখা এখানে থাকলে, আমার মত পাঠক কিন্তু বেশি খুশি হবে। অনেক গল্পই আমার বেশ কিশোর টাইপ লেগেছে আসলে।
দেখা হবে আবার পরের রিভিউ তে।
ধন্যবাদ।
স্কোরবোর্ড – ২.৫ / ৫
#সমীরণসামন্ত
#বিশআতঙ্ক
#রিভিউ
#পাঠপ্রতিক্রিয়া
©বাতাসবাবুরপাতা
©সমীরণসামন্ত
Comments
Post a Comment