=====================
পুস্তক পরিচয়
=====================
#রিভিউ
#review
#পাঠপ্রতিক্রিয়া
©সমীরণ
==================================
এক কুড়ি গোয়েন্দা রহস্য কাহিনী
==================================
সম্পাদক – সৈয়দ রেজাউল করিম
প্রকাশক – বিশ্ব বিকাশ কুণ্ডু
প্রকাশকাল – জুন, ২০২২
মুল্য – ১৮০
============================
বইমেলা ২০২৩ থেকে প্রথম কেনা বই এটা। তাই
এটা দিয়েই কথা বলা শুরু হোক।
রহস্য, গোয়েন্দা সমেত কুড়িটি গপ্পো রয়েছে। আকর্ষণীয় ব্যাপার হোল এগুলো গল্পের
মোড়কে সত্য ঘটনা। সংকলনে প্রত্যেকেই নিজেদের কর্মক্ষেত্রে কোন এক সময়ে এই সমস্ত
কেস নিয়ে তদন্ত চালিয়েছেন এবং সফল হয়েছেন। তারই একটা ছোট্ট সংস্করণ এই গল্পের বই।
খুব বেশি কিছু বলার নেই, কারন বইটা একটু কিশোর লেভেলের। যেটা না বললেই নয়, যেটা
যেভাবে বলতে হয়, এটা ঠিক তেমন টাই। মানে রহস্যের ডোজ টা নট আপ টু দ্যা লিমিট সঙ্গে
ডিটেল ইনফরমেশন অনুপস্থিত। কিছু গল্প পড়তে গিয়ে কাচা হাতের লেখনী মনে হোল। সেটা
অবশ্য স্বাভাবিক। কারন লেখক যারা রয়েছেন তারা সাহিত্য কম, নিজেদের অফিসারের ডিউটি
তে ধ্যান দিয়েছিলেন বেশি। যতটুকুই আমাদের সামনে উপস্থাপন করুক, সেটাই বা কম কিসে।
সংকলন এর ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখা উচিৎ। শুরুর গল্প গুলো বুঝে শুনে
সিলেকশন করা ভালো। আমার তো শেষের গল্প গুলো জমজমাট লেগেছে। তার মধ্যে, ‘বিচারের
বাণী’ , ‘বহ্নি ও পতঙ্গ’ দারুন।
স্কোরবোর্ড – ২.৫ / ৫
#সমীরণসামন্ত
#এক_কুড়ি_গোয়েন্দা_রহস্য_কাহিনী
#রিভিউ
#পাঠপ্রতিক্রিয়া
Comments
Post a Comment