=====================
পুস্তক পরিচয়
=====================
#রিভিউ
#review
#পাঠপ্রতিক্রিয়া
©সমীরণ
===========================
===========================
==========================
লেখকের
সাথে প্রথম পরিচয় ওনার, ‘ কোলকাতার রাত্রি রহস্য ‘ এর মাধ্যমে। বলা চলে ওনার লেখার
প্রতি বিশ্বাস জন্মে যায়। আমি ফ্যান বা পাখা নই, তবে একটা ভাবনা অবশ্যই কাজ করে,
ওনার নাম দেখলেই। তাই হয়তো সব্বার শেষেই এই বইটা কিনে নিলাম, যেখানে দ্বিতীয় পার্ট
বেড়িয়ে পড়েছে। আসলে গত বছর বইমেলায় যখন ভাবলাম এটা নেওয়া যেতে পারে, তখন ওটা আউট
অফ প্রিন্ট হয়ে গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে, যা হয়েছে ভালই হয়েছে।
প্রথম দশটা গল্প, যেহেতু মৌলিক, অবশ্যই দারুন। পরের গুলো অনুবাদ দেখেই মন টা গেল
বিগড়ে। ১০ + ৫ এর এই কম্বিনেশন আমার ভালো লাগেনি। মুখবন্ধে সেটা উল্লেখ থাকলে হয়তো
একটু কম খারাপ লাগতো।
দেখলাম বিদেশী ছায়া অবলম্বন করে গল্প শুরু হয়েছে, যেখানে ভেড়ার মাংস এর সাথে
চন্দ্রমুখী আলু রান্নার কথা এসেছে। ঘাটতে শুরু করলো। যার জন্য পরবর্তী গল্প গুলো
বিশেষ দাগ আর কাটতে পারল না।
প্রথম গল্পেও একটা লাইন বেশ সামঞ্জস্য বিহীন লেগেছে, হতে পারে সেটা প্রিন্টিং
সমস্যা। ‘ স্ন্যাপচ্যাট ‘ গল্পের একটু ফাক চোখে পড়েছে, হয়তো একটু বেশি মনোযোগ দিয়ে
পড়ে, ভেবেফেলেছি হয়তো।
#সমীরণসামন্ত
#আঁধার_আখ্যান
#রিভিউ
#পাঠপ্রতিক্রিয়া
Comments
Post a Comment