পুস্তক পরিচয় - আঁধার আখ্যান

 =====================

পুস্তক পরিচয়
=====================
#রিভিউ

#review

#পাঠপ্রতিক্রিয়া
©সমীরণ
===========================
   আঁধার আখ্যান
===========================
 লেখক –  কৌশিক মজুমদার
 প্রথম প্রকাশ২০২০, নভেম্বর
 প্রকাশকবুকফার্ম
 ২৭৫/- টাকা
==========================
  



লেখকের সাথে প্রথম পরিচয় ওনার, ‘ কোলকাতার রাত্রি রহস্য ‘ এর মাধ্যমে। বলা চলে ওনার লেখার প্রতি বিশ্বাস জন্মে যায়। আমি ফ্যান বা পাখা নই, তবে একটা ভাবনা অবশ্যই কাজ করে, ওনার নাম দেখলেই। তাই হয়তো সব্বার শেষেই এই বইটা কিনে নিলাম, যেখানে দ্বিতীয় পার্ট বেড়িয়ে পড়েছে। আসলে গত বছর বইমেলায় যখন ভাবলাম এটা নেওয়া যেতে পারে, তখন ওটা আউট অফ প্রিন্ট হয়ে গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে, যা হয়েছে ভালই হয়েছে।

 সাইকোলজিক্যাল ভয়টা কিন্তু বেশ সমস্যা তৈরি করে। সেটা যখন গল্পের প্লেটে ভালো উপকরন হিসেবে আসে, পাঠকরা সেটা খেয়ে দারুন তৃপ্ত অনুভব করে। একটা সময় ছিল যখন ভয় মানেই ভূত থাকবে, থাকবে আত্মা অথবা অথবা হানাবাড়ি। এখন আবার অদ্ভুত কিছু নিয়ম ও তার কালোবিদ্যে ঢুকে গিয়েছে। কিন্তু সময় পালটেছে। পালটেছে ভয়ের ধারণা, প্রবাহ।  

 মোট পনেরোটি গল্পে ভরা এই ছোট্ট বই, কিছুটা ধানি লঙ্কার মত। আয়তনে ছোট এবং শেষ পাতে অসম্ভব ঝাল। সাইকোলজিক্যাল হরর থেকে শুরু করে ফিকশন, নন ফিকশন সবটাই রয়েছে, নিজস্ব মহিমায়।

 কিন্তু আমি বইটি যে আনন্দে পড়া শুরু করেছিলাম, শেষ করতে ততটাই বেগ পেতে হয়েছিল। না, কোন রকম নেগেটিভ কিছু না, এটা সম্পূর্ণ নিজস্ব মতামত। মূলত আমি মৌলিক গল্প পছন্দ করি, যেখানে ভয় রয়েছে লেখকের নিজস্ব সিগনেচার স্টাইলে। এখানেও সেটা রয়েছে কম বেশি। কিন্তু সমস্যা হল শেষ পাঁচটি গল্প নিয়ে। অনুবাদ গল্প আমার পছন্দ নয় যে তা নয়, কিন্তু সেটা জায়গা বুঝে।
প্রথম দশটা গল্প, যেহেতু মৌলিক, অবশ্যই দারুন। পরের গুলো অনুবাদ দেখেই মন টা গেল বিগড়ে। ১০ + ৫ এর এই কম্বিনেশন আমার ভালো লাগেনি। মুখবন্ধে সেটা উল্লেখ থাকলে হয়তো একটু কম খারাপ লাগতো।

দেখলাম বিদেশী ছায়া অবলম্বন করে গল্প শুরু হয়েছে, যেখানে ভেড়ার মাংস এর সাথে চন্দ্রমুখী আলু রান্নার কথা এসেছে। ঘাটতে শুরু করলো। যার জন্য পরবর্তী গল্প গুলো বিশেষ দাগ আর কাটতে পারল না। 
প্রথম গল্পেও একটা লাইন বেশ সামঞ্জস্য বিহীন লেগেছে, হতে পারে সেটা প্রিন্টিং সমস্যা। ‘ স্ন্যাপচ্যাট ‘ গল্পের একটু ফাক চোখে পড়েছে, হয়তো একটু বেশি মনোযোগ দিয়ে পড়ে, ভেবেফেলেছি হয়তো।

 পাঠক বা পাঠিকা, উপভোগ করবে এই বই, বলাবাহুল্য। কারন অনেক দিন পর এমন বই এলো, যেখানে দুর্ঘটনা, মাথা বিগড়ানো কেস ঘটে গল্পের শেষ মুহূর্তে। আমার বেশ লেগেছে। তবে আমার মত পাঠক হলে, হয়তো সেই ভাবে মজা নিতে পারবে না, ওই যে বললাম অনুবাদ।  

  দ্বিতীয় পার্ট বইমেলা তে গিয়ে উলটে পাল্টে দেখবো। যদি দেখি ১০ + ৫ আবার, তাহলে হয়তো আর বাড়ি নিয়ে আসা হবে না।


  স্কোরবোর্ড – ২.৫ / ৫

#সমীরণসামন্ত

#আঁধার_আখ্যান

#রিভিউ
#পাঠপ্রতিক্রিয়া




 

Comments