#রিভিউ
#review
#পাঠপ্রতিক্রিয়া
©সমীরণ
===========================
অদ্ভুত আঁধার এক
===========================
লেখক – লুৎফুল কায়সার,
জাকিউল অন্তু, আসিফ রুডলফায
প্রথম প্রকাশ – ২০১৯, ডিসেম্বর
প্রকাশক – ভুমি প্রকাশ
২৪০/- টাকা
==========================
প্রশ্নটা খুব সহজ। আপনি ভয় পেতে ভালো বাসেন ?
উত্তর হ্যাঁ বলেই এই রিভিউ আপনার মনোযোগ আকর্ষণ করেছে। পরের প্রশ্ন, আপনি কি ধরনের
ভয় পেতে ভালো বাসেন। এই উত্তরটা দিতে ৯৯% মানুষের ক্ষেত্রে একটু ভাবতে হবে শুরুতে।
তাহলে এমন প্রশ্ন আমি করলাম কি জন্য যেটা মানুষ কে ভাবায়। আসলে ভাবানো টাই তো আমার
কাজ। কারন এই বইটা সাধারন ভয় নিয়ে লেখা নেই। রয়েছে পিওর লভক্রাফটিয়ান হরর।
যারা এই
শব্দের সাথে পরিচিত নয়, তাদের কে একটু বুঝিয়ে বলি। এই জনরার প্রবর্তক হলেন, স্বয়ং
হাওয়ার্ড ফিলিপ লভক্রাফট।
ভূতের সিনেমা দেখতে গিয়ে আমরা যতক্ষণ ভূতের দেখা
পাইনা, ভয় টা ততক্ষণই টিকে থাকে। একবার দর্শন হওয়া মাত্রই বুক ধড়পড়, ঠিক তারপরেই
ভয় গায়েব। মোট কথা, যতক্ষণ সেটা অজানা ততক্ষণ সেটা ভয়ের কারন। লভক্রাফটিয়ান হরর
আরও এক ধাপ এগিয়ে। অজানা কে শুধু নয়, অজানার ওপারে থাকা ব্যাপার গুলো নিয়ে ভয়ের
কারন তরি করে।
মনে করুন, আপনি একা ছাদে দাড়িয়ে আছেন । আকাশে কত
তারা। আপনার হাতের বাইনোকুলার দিয়ে দেখতে চান, রাতের আকাশ ঠিক কেমন। কোন নক্ষত্র
কেমন মিটমিট করছে। বেশ লাগছে দেখতে। এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি
নিশ্চিত , আপনি যেমন আকাশের দিকে তাকিয়ে দেখছেন, তেমনই আকাশে থাকা কোন গ্রহ থেকে
আপনাকে দেখা হছে না ? হতেও তো পারে আপনি ছাদে ওঠার আগে থেকে সেই নজর আপনার দিকেই
ছিল, একটু পরেই আপনার সামনে সে বা তারা এসে পড়বে, আর তারপর সারা পৃথিবীর সামনে ধরা
পড়বে অজানা ভয়ংকর কিছু... এটাই লভক্রাফটিয়ান হরর।
এই জনরা তে আমরা মানুষরা খুব তুচ্ছ, তার কাছে। ‘তার’ মানে সেই কল্পিত মহাশক্তিমান,
যার কথায় সব কিছু চলছে।
আপনি যেমন রাস্তায় হাটতে গিয়ে কত পিঁপড়ে আপনার পায়ের নিচে চলে আসে। কত প্রাণীর
মৃত্যু ঘটে আপনার জন্য। কেবল মাত্র তারা ছোট, তুচ্ছ বলে কেও কিছু বলে না। হাতের এক
টিপে পিঁপড়ে মারা অথবা পায়ের চাপে একটা কেন্নো কে শেষ করে দেওয়া যেমন সহজ, তেমনই সেই
মহাশক্তিমান এর কাছে আপনাকে মেরে ফেলাও খুব সহজ। ওনার কাছে আমরা মানুষরা পিঁপড়ে
অথবা তেমনই কিছু, যাকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যায়, অথবা পায়ের টিপে পট শব্দে মেরে
ফেলা যায়। এই গোত্রের হরর হল লভক্রাফটিয়ান হরর।
ব্যাকটিরিয়া
যাকে আপনি চক্ষে দেখতে পান না। কিন্তু সে যদি আপনাকে অব্জারভ করে বারংবার। নিজেদের
একটা গোষ্ঠী তৈরি করে যদি আপনাকে আক্রমন করে। নিজদের চিন্তা ভাবনা যদি আপডেট করে
মানুষের বিরুধে লড়তে শুরু করে। এটাই লভক্রাফটিয়ান হরর।
এই বইতে
মোট ছয়টি গল্প রয়েছে, তিন জন লেখকের মধ্য দিয়ে। গল্পগুলো কিন্তু অনেকটাই আলাদা।
সাধারনের রাস্তায় না হেটে গল্পের বিষয়বস্তু শুরু থেকেই বিস্তার করতে শুরু করে।
ব্যাখ্যা কিছু ক্ষেত্রে অমুলক, তবে গল্পের বিস্তারে এটা খুব হেল্পফুল। খুব ঠাণ্ডা
মাথায় না শুরু করলে গল্পের খেই হঠাৎ করে হারিয়ে যেতেই পারে, সেদিকে নজর দিতে হবে। গল্প
লেখার স্টাইল এক্ষেত্রে বিশেষ ভাবে আমার নজর কেড়েছে।
প্রতিটা গল্প আমি দারুন ভাবেই এঞ্জয় করেই পড়েছি।
আমার কিন্তু ভালই লেগেছে বলতে গেলে। তবে প্রায় প্রত্যেকটাই গল্প, শেষ টা হঠাৎ করে
শেষ করে দিয়েছে। গল্পের বিস্তার এতোটা রসঘন করে হলেও শেষ পর্যন্ত কেন সেটা বজায়
রাখা গেল না, সেটাই ভাবছিলাম। ক্লাইম্যাক্স গুলো অপ্রত্যাশিত। সেটা তো হবেই, কারন
আর পাঁচটা ভূতের গল্প এগুলো নয়, এটা তো লভক্রাফটিয়ান হরর।
আপানার
এই বই কেনা উচিৎ ? উত্তর বলবো, যদি আলাদা ঘরানার ভয় কে আপনি গল্পের আকারে কাছে
পেতে চান, অথবা হতেই পারে আপনি ‘ লভক্রাফটিয়ান হরর ‘ এর সাথে পরিচিত নন, হতে চান।
একমাত্র তখনই এটা আপনার কাছে গ্রহনযোগ্য।
পুনশ্চ - লভক্রাফটিয়ান হরর কে যেভাবে আমি
ব্যাখ্যা করলাম, পুরোটাই ভাবনার ওপর ভিত্তি করে। কম বেশি ভুল হতেই পারে। যারা লভক্রাফটিয়ান
হরর এর ফ্যান, তারা বিশেষত এটা নিয়ে অনেক মতভেদ প্রকাশ করবেন। সেক্ষেত্রে নিজগুনে
ক্ষমাপ্রার্থী। বানান ভুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
ধন্যবাদ।
স্কোরবোর্ড - ৩ / ৫
#সমীরণসামন্ত
#অদ্ভুতআঁধারএক
#রিভিউ
#পাঠপ্রতিক্রিয়া
Comments
Post a Comment