.
গল্পের নাম – “ আড়ালে করোনা “
গৌরি সেন এলাকার বিশেষ মানুষ হিসেবে পরিচিত। বাগানবাড়ি তে উনি একাই থাকেন, সঙ্গে একজন কাজের লোক। পয়সা সম্পত্তি সমস্ত কিছুই যে আছে সেটা ওনার বাগান বাড়ি দেখলে বোঝা যায়।
এই গৌরি সেন শেষমেশ আক্রান্ত হোল করোনায়। শেষমেশ মৃত্যু।
কাছে পিঠে নিজের আত্মীয় বলে তো কেও নেই, তাহলে শেষকৃত্য সম্পন্ন করবে কে ?
স্নিগ্ধ একজন তরুন যুবক। শিক্ষিত বেকার বললেও ভুল হবে না। কিন্তু তা হলেও ছেলেটা একটি কাজের সাথে যুক্ত। এমন একটি কাজ, যেটা না কখনও কেও ভেবেছে, না কেও করতে পেরেছে। অবশ্য বুকের পাটা থাকা চাই।
কি সেই কাজ ?
স্নিগ্ধ এর সাথে কি তার কানেকশন ?
স্নিগ্ধ যদি সাহসী হয়, নিজের বান্ধবী কে নিজের কাজের সম্পর্কে জানাতে পারে না কেন ? কাজটার সাথে কি ভয়াবহতা কোন ভাবে যুক্ত ? নাকি এমন কিছু যা এই সমাজে মেনে নেওয়া হয় না।
করোনা কত মানুষের জীবন নিয়ে নিল। গত দুই বছরে কত মানুষের চোখের জল ফেলেছে এই মহামারী। কোন ঘরে যদি একবার হয়ে যায়, সেই ঘর এর ত্রি সীমানায় কেও মারায় না। এমনটাই তো দেখে এসেছি আমরা।
এই প্রেক্ষাপট কে কেন্দ্র করে, এই মহামারী কে পাশে রেখে যদি একটি ভূতের গল্প লেখা যায় ?
একটি ভিন্ন স্বাদের সম্পূর্ণ নতুন পটভূমিতে তৈরি এই গল্প।
আন্তর্জাতিক ভয়, সাসপেন্স বাংলা গল্প প্রতিযোগিতা ২০২১ এ সিলেক্টেড গল্পটি পেয়ে যাবে, “ পলক ফেলা নিষেধ “ এর প্রথম খণ্ডে।
আমি ছাড়াও রয়েছে আরও পনেরজন লেখক লেখিকা, সঙ্গে অসামান্য ভয়ের কিছু জম্পেশ প্রতিশ্রুতি।
flipkart - http://surl.li/caxbt
amazon - http://surl.li/caxca
Comments
Post a Comment