পুস্তক পরিচয় - আগুন রঙের বুলেট

 

পুস্তক পরিচয় 
=============
#রিভিউ

#review

#পাঠপ্রতিক্রিয়া
©সমীরণ
================
      আগুন রঙের বুলেট
================
->লেখকঅনীশ দেব
->
প্রকাশকপত্রভারতী
->
প্রকাশকালজানুয়ারি , ২০১৮
->
২০০/- টাকা
================




বইমেলায় এবারে অনীশ দেব এর আরও একটি বই সংগ্রহ করেছিলাম, যার রিভিউ আজকে ছোট্ট করে করছি।
ছোট্ট করে কারন, ‘অনীশ দেব’ নামটার মধ্যেই এমন কিছু জড়িয়ে আছে, যেটা হয়তো আমার মত ক্ষুদ্র পাঠক এর ক্ষেত্রে সমস্তটা বলা হয়ে উঠবে না।
 
মোট ৯ টি গল্প ও ১টি উপন্যাস।
সোজা কথায় একটা প্যাকেজ।
গল্পের গতি অনুযায়ী কোনটা বেশ ছোট, কোনটা অনেকটাই বড়। সমস্তটাই গল্পের আমেজ আর গতি লক্ষ্য করে।
বেশিরভাগ গল্পই কল্পবিজ্ঞানের ওপর ভিত্তি করে।
ভয়, রোমহর্ষক, সাসপেন্স মোটামুটি অনুপাতের তুলনায় কম রয়েছে অবশ্য।
হতে পারে ওনার লেখার ভাবধারার সাথে আমি অনেক পুরনো সময় থেকেই পরিচিত, তাই হয়তো সেই ভাবে থ্রিল পাইনি।
তবুও আমি বলবো, ওনার লেখার ধার, ফ্লেভার এই বইটিতে সেই ভাবে আমি পাইনি।
ওনার লেখার আসলেই আমার ভালো লাগে। সেজন্যই নতুন গল্প মানেই এক্সপেকটেশন বারবারই বেড়ে চলেছিল।


আপাতত এই ছোট্ট কিছু কথা।
দেখা হবে পরের রিভিউ তে।
আশা করছি, জম্পেশ একটা কিছু নিয়ে আসবো।


#সমীরণসামন্ত
#আগুনরঙেরবুলেট

#অনীশদেব
#বইমেলা২০২২
#পত্রভারতী

#রিভিউ
#পাঠপ্রতিক্রিয়া



  


 

Comments