অভিষেকচ্যাটার্জি ভালোথাকবেন

 বলার মত আর জায়গা কই।

সকাল শুরুর সময়ে যদি এমন একটা বাজে খবর দেখতে পাই, মন খারাপ শুধু নয়, আরও অনেক কিছুই হয়ে যায়। মাস খানেক আগেই ফেসবুক এ ওনাকে খুঁজে ফলো করতে শুরু করেছিলাম জাস্ট, আর...



ছোটবেলায় মায়ের সাথে অনেক সিনেমা দেখেছি, বাড়িতে সবে সবে কেবিল লাইন এসেছে তো। একটা আলাদা আমেজ ছিল, খাওয়া দাওয়ার পর বেছানায় হেলান দিয়ে সিনেমা দেখার।
" দরজা খুইলা দেখুম যারে, করুম তারে বিয়া " গানটা প্রথম কানে শুনেছিলাম। তারপর চোখে " গীতসঙ্গীত " সিনেমা।
" চোখের ভাষা যদি বুঝতে পারি... " মূলত এই সিনেমা থেকেই আমি এই মানুষটাকে চিনেছি। শুধু চেনা নয়, খুব পছন্দের একজন অভিনেতা হয়ে গিয়েছিলেন। সেই সময় আমি নামটা একদমই মনে রাখতে পারতাম না, কিন্তু বুঝিয়ে দিতাম যে আমি এনার কথাই বলছি।
কখনও পুলিশের ড্রেস এ ( বেস্ট লাগতো, চেহারা অনুযায়ী কোন কথা হবে না ), কখনও সাদা ঘিয়ে পাঞ্জাবি পরে ভাই, কখনও বা কালারফুল জামা, চুলের গোছা পেছনে। প্রতিটাই বেশ ইউনিক লাগতো।

আজ ঐ দিন গুলোর কথা বেশ মনে পড়ছে।

এই মুহূর্তে বাংলা সিরিয়াল উনি করছিলেন, তবে সেগুলোর প্রতি আমি কোন ভাবেই আকৃষ্ট নই, কারন উনি আমার কাছে সেই নসটালজিক সময়ের হিরো।

বিদায়, ভালো থাকবেন।

#অভিষেকচ্যাটার্জি
#ভালোথাকবেন

Comments