---------- পুস্তক পরিচয় -------------
আমি সিরিয়াল কিলার বলছি
->লেখক – অনীশ দেব
->পাবলিকেশন – পত্র ভারতী
->প্রকাশ – জানুয়ারি, ২০২২
->৩৪৯/- টাকা
©সমীরণ
লেখকের নামটাই বোধকরি যথেষ্ট এই রিভিউ পড়ার জন্য। ওনার মধ্যে যে কি প্রতিভা ছিল, সেটা যে সকল ফ্যান ফলোয়ার আছে,তারাই
জানে। নতুন করে আমি কিছু নাই বা বললাম। দুঃখের কথা হোল, আজ তিনি আমাদের মধ্যে নেই।
হ্যাঁ, তিনি সশরীরে আমাদের মধ্যে না থাকলেও তিনি আছেন আমাদের মধ্যে, নিজের লেখনির
মাধ্যমে। থ্রিলার, রহস্য, রোমাঞ্চ, ভয় এই সকল অনুভুতিকে অন্য সংজ্ঞার মাধ্যমে
পাঠকের সামনে তুলে ধরে আজও উনি আমাদের কাছে খুব প্রিয়। প্রনাম জানাই স্যার, ভালো
থাকবেন।
আজকের গল্পের বইটি ওনার লেখা শেষ দলিল। এমন কিছু গল্প এখানে স্থান পেয়েছে, যেগুলো
আগে দুই মলাটে বের হয়নি। ২০২২ এর কলকাতায় অনুষ্ঠিত বইমেলায় গিয়ে এটা তাই হাতছাড়া
করাটা বোকামি ভাবলাম। ভালো হোক বা মন্দ, ওনার নামটাই যথেষ্ট বই কেনার ব্যাপারে।
৭ খানা গল্প, ২ টি বড় গল্প, তিনটি উপন্যাস স্থান পেয়েছে এই বইতে। তবে উপন্যাস এর
লেন্থ বা আকার, তুলনামুলক ভাবে ছোট।
এবার আসি, কি আছে এই বইয়ের মধ্যে।
তার আগে বলি, কি নেই।
ভূত। সেই অর্থে নেই বললেই চলে। আর যেটা নেই, মেদ। গল্প থেকে উপন্যাস, প্রতিটাই উপভোগ্য,
কোনোভাবেই বাড়তি কথা নেই, যেটা পড়লে পাঠকের হাই উঠবে।
বেসিক্যালি উনি কল্পনা কে হাইপ লেভেলে নিয়ে গিয়ে, ওপর থেকে দেখার চেষ্টা করেন, আর
বোঝাতে চান, যেটা ঘটেছে, সেটা তোমার সাথেও ঘটতে পারে, আগামি সময়ে। এই ব্যাপারটাই
আমার সবসময় দারুন লাগে।
এখানে আছে, রহস্য, থ্রিলার এর অনবদ্য ও কম্প্যাক্ট সেট। গল্প বরাবরের মতই একবার শুরু করলে পড়ার গতি নিজের অলক্ষ্যেই বেড়ে যায়। কিছু গল্পের টুইস্ট বেশ লোভনীয়। আমার কাছে যদিও ব্যাপারটা নতুন নয়, তবে উপভোগ করেছি। কোথাও আবার গল্পের মাঝেই আসল তাণ্ডবের শেকড় ধরার চেষ্টা করেছি।
তবে হ্যাঁ, গল্প গুলো একটু ম্যাচুওর লেভেলের। প্রায় প্রতিটা গল্পই শেষ করেও শেষ করেননি লেখক। অন্তে কি ঘটবে সেটা শুধু ইঙ্গিত রাখা হয়েছে, শেষের কিছু লাইনের মাধ্যমে, বাকিটা পাঠক নিজের কল্পনায় কতটা নৃশংস করতে পারে।
তবে একটা জায়গায় আপত্তি আছে,বই এর প্রথম গল্পটি নিয়ে। “ মাথা খাটিয়ে “ গল্পটি অনুবাদ গল্প। না না, এই একটাই গল্প অনুবাদ, বাকি গুলো সমস্তটাই ওনার নিজের সৃষ্টি। অনুবাদ বলে আমি আঙ্গুল তুলছি, তা কখনোই নয়। ফিল্মের ট্রেলার যেমন জম্পেশ হয়, তেমনি একটা বই এর প্রথম গল্প দিয়েই অবশিষ্ট গল্পের একটা আভাষ দেওয়া হয়। মারাত্মক গল্প দিয়ে শুরু হলেই পাঠক মন খুশ করে ফেলে, নিজেই ভেবে নেয়, ওহ কি পড়লাম, আর শেষে একটা দীর্ঘশ্বাস। মনে মনে ভাবনা আসে, এই তো সবে শুরু।
আমার কিন্তু সেই লেভেল এর গল্প লাগেনি প্রথমটি। কিন্তু তারপর আস্তে আস্তে জট খুলতে থাকে, আর অনীশ বাবুর কলম কথা বলতে শুরু করে, তার নিজস্য ভঙ্গিমায়।
পছন্দের বড় গল্প বলতে “ চির যৌবন প্রাইভেট লিমিটেড “।
প্রিন্টিং এর ক্ষেত্রে কিছু স্থানে বানান ভুল চোখে পড়েছে, তবে সেটা অতি সামান্য,আশা করি পরবর্তী সময়ে সেগুলো শুধরে নেবেন।
শেষে একটা কথা,বলতে কষ্ট হছে, আমি বা আমার মত পাঠক, আপনাকে মিস করবো খুব।
#সমীরণসামন্ত
#পত্রভারতী
#বইমেলা২০২২
#অনীশদেব
#আমি_সিরিয়াল_কিলার_বলছি
#বই_রিভিউ
Comments
Post a Comment