The Night House - মুভি রিভিউ

 

সাল – ২০২১
ভাষা -  ইংরেজি

প্লট – সাইকোলজিক্যাল হরর
সাব – ইংরেজি
আই এম ডি বি  রেটিং –  ৬.৫ / ১০
পার্সোনাল রেটিং –  ৬.৫ / ১০



“ There is Nothing “ কথাটার বাংলা মানে, ওখানে কিছু নেই। এত সহজ বঙ্গানুবাদ দিয়ে রিভিউ শুরু করছি, ব্যাপারটা কি ?
বলবো একদম শেষে, হালকা স্পয়লার দিয়ে।


সিনেমা দেখতে বসেছিলাম, জাস্ট একটা ট্রেলার দেখে। ভেবেছিলাম রিভিউ করার দরকার হবে না, কারন আর পাঁচটা সিনেমার মতই গতে বাঁধা গপ্পো।

৮ মিনিট ৬ সেকেন্ড এর মাথায় এমন একটা ঝটকা লাগে আমার, সিদে হয়ে বসে যাই লোম খাঁড়া হয়ে গেছে তখনই প্রথম মনে হোল আমি ভুল ভেবেছি।

সাইকোলজিক্যাল প্লট কে ভিত্তি করে কত সুন্দর একটি উপস্থাপনা, না দেখলে মিস।
না সত্যি বলতে সারা সিনেমা জুড়ে ভয়ের তেমন যে সু দৃশ্য দেখিয়েছে তা নয়
তবে ? যেটা দেখাল, সেটা কিন্তু বেশ নতুন “ইলিউশন” এমনিতেই মনের খুব কাছাকাছি বাস করে, তার ওপর এটাকে হাতিয়ার বানিয়ে প্রচণ্ড দক্ষটার সাথে কাজে লাগানো, সেটার মধ্যে আবার ভয় কে প্রবেশ করানো, উহু এক প্রকার বিপজ্জনক এবং অসাধারন পরিকল্পনা।

আসলে এখনকার ফিল্মগুলো দেখতে দেখতে গা সয়া হয়ে গিয়েছে
ক্যামেরার মুভমেন্ট দেখে বোঝা যায়, কোথা থেকে কি ঘটবে বা ঘটতে চলেছে অথবা আন্দাজ করা যায়, টুইস্ট এর কারসাজি

কিন্তু সবটাই যখন ধরা বাঁধা গতের থেকে বেড়িয়ে নতুন রূপে ধরা দেয় ? হ্যাঁ, এই সিনেমাটি কিছু সেই রকম

সাইকলজিকাল ভিউ চূড়ান্ত, তাই ভূত যে সবসময় স্ক্রিন এ উঁকি দেবে তা নয়

হাতে গোনা যে যে জায়গায় সেই ব্যাপার গুলো থাকবে
, আগে থেকেই বলে রাখছি,
দর্শক ভাবার সময় পাবে না, চমকাবে আগে



কাহিনি একজন সদ্য বিধবা কে নিয়ে
যার স্বামী জাস্ট দিন দুয়েক আগে আত্মহত্যা করে, নিজের বন্দুকে নিজেকে শুট করে মেনে নেওয়া সত্যি খুব কষ্টকর একজন স্ত্রী এর ক্ষেত্রে, কারন এমনটা হবে কখন বিন্দুমাত্র আঁচ পায়নি
এদিক ওদিক করতে করতে মৃত স্বামীর মোবাইল তার কাছে আসে, আর সে ঘাটাঘাটি করতে করতে খুঁজে পায় একটি ছবি
একটি মেয়ের দেখতে তার মত, কিন্তু সে নয়

কৌতূহল বেড়েই চলে, আর ঘটনার ক্রমানুসারে তার সামনে আসতে থাকে একটার পর একটা প্রশ্ন
নিজের স্বামীর প্রতি সন্দেহবোধ জেগে ওঠে। জীবিত থাকাকালীন তার কি সিক্রেট কোন গোপন চ্যাপ্টার ছিল, যেটা সে কোন ভাবেই টের পায়নি। সেটাই বা সম্ভব কি করে ?
ক্রমে কাহিনি জটিল থেকে জটিলতর, আর তার পরেই “নাথিং“

মেয়েটি সবসময় অনুভব করত, তার সামনে সবসময় কেও না কেও রয়েছে, যাকে সে দেখতে পায় না। এটা তার স্বামী জীবদ্দশায় দেখে গেছে, এবং বলে গেছে, তুমি যেটা ভাবছ, সেটা “ কিছুনা “।

“নাথিং” মানে “কিছুনা”। কিন্তু এই “ কিছুনা “ কে যদি একটি চেহারা দেওয়া যায়, যদি এক প্রকার অশুভ কিছুর সাথে কানেক্ট করে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করা হয়, তাহলে ?


ও হ্যাঁ, ঝুলিতে এক পিস অ্যাওয়ার্ড নমিনেশন রয়েছে।


   



 

Comments