Nang Nak - মুভি রিভিউ

সাল – 1999

ভাষা -  থাই
প্লট – হরর, সুপারন্যাচারাল
সাব – ইংরেজি
আই এম ডি বি  রেটিং –  ৬.৫ / ১০
পার্সোনাল রেটিং –  ৬.৫ / ১০





ভূতের সিনেমা বলবো ? নাহ তার থেকে বলা ভালো, অটুট বিশ্বাসের গল্প। একজন স্বামী স্ত্রী এর নিখাদ ভালবাসার গল্প, যেখানে অল্প বিস্তর রয়েছে অশরীরীর ছোঁয়া।

ব্যাংককের পশ্চিমে ছোট্ট একটি গ্রাম।
কমবোদিয়ান লড়াই থেকে স্বামী ফিরে আসে, কিছুটা অসুস্থ অবস্থায়। যাওয়ার সময় তার স্ত্রী ছিলেন গর্ভবতী।
স্বামী অনেকটা সময় পর যখন ফিরে আসেন, ছেলে কোলে স্ত্রী অপেক্ষা করছিলেন, জলের কিনারে।
এদিকে গ্রামে এক প্রকার অশরীরীর নজর পড়েছে, মাস খানেক হতে চলল। কেও না কেও মারা যায় কোন এক নির্দিষ্ট রাতে। কারন সম্পূর্ণ অজানা।

একবন্ধুর সাথে স্বামীটির দেখা হয়। এমন কিছু কথা তাকে বলে, যার জন্য হুস উড়ে যায়। কি এমন কথা ? গ্রামের ঘটনার সাথে এটা কি কোনভাবে সম্পর্কিত ?

থাইল্যান্ড এর একটি সত্য ঘটনা কে অবলম্বন করে তৈরি হয়েছে এই সিনেমা। অনেকেই সেই গল্প কম বেশি জানে। সেক্ষেত্রে তা আমি বলতে চাই না।

সিনেমাটির প্রথম ভাললাগার জায়গা, স্ক্রিন প্লে। দৃশ্য স্পট থেকে শুরু করে অডিও, সমস্তটাই খুব বাস্তব, খুব সহজেই মনের দরজায় আঘাত হানবে।
ভি এফ এক্স এর কাজ সেই অনুযায়ী না থাকলেও, কোন রকম ভাবে কমতি রাখেননি ডিরেক্টর। মন ভার করা ক্লাইম্যাক্স নিয়ে সিনেমাটি শেষ হয়ে গেলেও, ভাললাগার কষ্টের রেসটা
রয়ে যাবে।

এই গল্পের আরও একটি রি টেলিং রয়েছে। ২০১৩ সালে “ পি ম্যাক “, রয়েছে সেই স্বামীর দৃষ্টিভঙ্গিতে সমস্ত গল্পটা। এর রিভিউ আমি অনেক আগেই করেছিলাম। ভাবিনি এর অরিজিনাল ভার্সনটা কখনও হাতে পাব।



   



 

Comments