LUZ - মুভি রিভিউ

সাল – ২০১৮

দেশ -  জার্মানি
ভাষা – জার্মান, স্প্যানিশ, ইংলিশ
প্লট  হরর, থ্রিলার

সাব – ইংরেজি
আই এম ডি বি  রেটিং – ৫.৫ / ১০
পার্সোনাল রেটিং –  ৬ / ১০

#filmreview
#luz
#review
#SamiranSamanta




হতবাক আমি, কি লিখবো।
লেখার আগেই চারবার ব্যাকস্পেস দিয়েছি। বুঝতে পারছি না শুরু করবো কোথায়, এর শেষ করবো কি করে। কি দেখেছি সেটাই বুঝতেই বেশ সময় নিয়ে ফেলেছি, অথচ মাত্র ৭০ মিনিটের মুভি। মাথা ঘুরে গেছে এমন একটা কনসেপ্ট কে স্ক্রিন প্লে হতে দেখে।
লো বাজেটের এই মুভির ডিরেক্টর যিনি, উনি এক হাতে সব কাজ সামলেছেন। গল্প লেখা থেকে শুরু করে প্রডিউস, এডিটিং সমস্তটাই। তাতেই ৬ টা অ্যাওয়ার্ড নিয়ে ফেলেছেন, যেখানে নমিনেশন ছিল ১০টি ক্যাটাগরি তে।

স্পইলার এর ভয় থাকলে, সামনে না এগোনোই ভালো। তার কারন, আমি একটু প্লটটা ধরিয়ে দেবো পাঠকের কাছে। সেটা করতে গিয়ে একটু এদিক ওদিকে ছাপ পড়তেই পারে। কেন এমন করছি ? নতুন কনসেপ্ট এর সিনেমা, বুঝতে গিয়ে যে অবস্থা আমার হয়েছিল, আমি চাইনা আমার পাঠক বন্ধুদের এমন টা হোক। ও হ্যাঁ, সিনেমায় কিন্তু তিনটি ভাষা যখন তখন ব্যাবহার হয়েছে, গল্পের নিরিখে।


একটি মহিলা ক্যাব ড্রাইভার, লুজ।
এক রাতে একটি এক্সিডেন্ট ঘটে। গাড়িতে থাকা একটি পাসেঞ্জার, মারা যায়। লুজ ধরা পড়ে, কিন্তু তার কিছুই মনে নেই কি হয়েছে তখন, কি করেই বা এক্সিডেন্ট ঘটলো। স্মৃতি লোপ পেয়েছে তাহলে।
গ্রেপ্তার হবার পর যখন আসল রহস্য জানা যায় না, তাকে একজন মনবিদের কাছে পাঠানো হয়।
উনি ঠিক করলেন,এক্সিডেন্ট এর রাতের ঘটনাটি আবার প্লে করা হোক, তবে সেটা লুজ এর মনের ভেতরে।
একটি রুমে সেটআপ তৈরি করা হয়। ঘটনা শুরু থেকে শুরু হয়, তারা সব্বাই ওয়াচ করতে থাকে। এভাবেই আসতে আসতে একটার পর একটা রহস্য বেরোতে থাকে।
এই ব্যাপারটার আগে, ঐ মনবিদের সাথেও অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়, যেটার এফেক্ট লুজ কে ভুগতে হয়।
কি ঘটনা ?
আবারও বলছি, গল্প বলার ধরনটা আমার দারুন ইউনিক লেগেছে। যতটা সহজ করে বললাম, দেখতে বসলে ততটা নাও লাগতে পারে। আর তাছারাও গল্পের ভেতর গল্প রয়েছে।
সেটা বোঝার জন্য ঠাণ্ডা মাথায় শান্তিতে বইটা একবার নয়, মিনিমাম দুইবার দেখা আবশ্যক। তাহলে একটু হলেও, আসল সারমর্ম পরিস্কার হবে।

সিনেমায় ভয়ের এলিমেন্ত বিশেষ নেই। তেমন দরকারও নেই, এমনই যা জটিল, আর ভয় দেখিয়ে বিভ্রান্ত হওয়ার মানে হয় না।
পুনশ্চ – কাহিনি যদি একেবারে বোঝা না যায়, তাহলে কমেন্ট করতে পারেন। সম্ভব হলে পুরো গল্পটা একদিন বুঝিয়ে লিখে ফেলুম।


   



 

Comments