সাল - ২০২১
প্লট – হরর
অডিও – ইংরেজি
আই এম ডি বি রেটিং – ৪.৬ / ১০
পার্সোনাল রেটিং – ৪.৫ / ১০
সন্তান মানুষ হয়, বাবা মা দুজনের সহায়তায়।
দুজনেই একটি ইউনিট এর মত কাজ করে, একটা পিলার যাকে সন্তান চোখ বন্ধ করে ভরসা করতে পারে।
কিন্তু সে যদি দেখে, তার বাবা মা একে ওপরের সাথে সবসময় লড়াই করে যাচে ? ঝামেলার পর্যায়ে ডিভোর্স নামক শব্দটা এসে যখন পড়ে ?
সন্তানের প্রতি কতটা এফেক্ট পড়তে শুরু করে, সেটা একমাত্র যার সাথে ঘটেছে সেই বলতে পারে।
সাংসারিকে ঝামেলার মধ্যে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে। তার পর থেকে গল্পে এন্ট্রি হয়, অশরীরী।
গল্পে বাবাটি একজন কমিক আর্টিস্ট। বিভিন্ন কারনে তার জব চলে যায়। রিসেন্ট আর একটি নতুন জায়গায় চাকরি পায়, আবার শুরু করে কমিক্স বানানো। এর জন্য তৈরি করতে হয় বিভিন্ন ক্যারেক্টার, হাতে এঁকে। খাটনি তো যায় ভালই, সেখানে কমিক্স এ যদি শিহরন থাকে ?
অদ্ভুত ব্যাপার হোল, ছোট্ট মেয়েটি নিজের কল্পনা জগতে বাবার বানানো ক্যারেক্টার গুলোর পুতুল নিয়ে খেলত। ঘটনাচক্রে সেই ক্যারেক্টারগুলোই জীবিত হয়ে যায়। কিন্তু কেন ?
এতদিনে এমন তো কিছু ঘটেনি, তবে আজ কেন ?
আই এম ডি বি তে রেটিং আমি হজম না করেই দেখতে শুরু করেছিলাম, আর শেষে মনে হল, আমি এই বারটা ভুল, রেটিং ঠিকই আছে। আসলে সিনেমায় গল্প বা তত্ত্ব, কোনটাই জোরালো নয়। যে ঘটনা গুলো ঘটছে, তার পেছনের লজিক সেন্সটা বড্ড নড়বড়ে। স্ক্রিন প্লে , অভিনয়, শব্দ সমস্তটাই ঠিকঠাক, নিঃসন্দেহে কিন্তু আসল খুঁটি, গল্প। যার জোর না থাকলে সবই ফ্যাকাসে। সেজন্যই বলছি, সিনেমাটা আরও ছোট করা যেত না ?
পোস্ট ক্রেডিট সিনটা বেশ ভালো, কিন্তু আমার রাগই হয়েছে। এত কিছু করেও শেষমেশ...
Comments
Post a Comment