সাল - ২০২১
প্লট – হরর,
রহস্য
অডিও – ইংরেজি, হিন্দি
আই এম ডি বি রেটিং – ৫.৩ / ১০
পার্সোনাল রেটিং – ৫.৫ / ১০
বহিরাগত, রিফিউজি এইসব শব্দের মানে কম বেশি সব্বাই জানে। সিনেমায় মেইন ক্যারেক্টার একটি যুবতী মেয়ে, নিজের আসল আইডেন্টিটির জন্য লুকিয়ে থাকতে বাধ্য হয়, বারংবার, এক দেশ থেক আর এক দেশ।
অচেনা জায়গা, কে কাজ দেবে সঠিক পরিচয়পত্র না থাকলে ? হাতে তার ওপর টাকা পয়সার অভাব।
ভাগ্যবশত ছোট্ট একটা কাজ পায়, সঙ্গে একটি থাকার জায়গার সন্ধান, মেয়েদের জন্যই, এবং সেটা সস্তায়।
সমস্তটাই ভালো হোল, অন্তত মাথা গোজার ঠাই পাওয়া গেল, সঙ্গে পেট চালানোর জোগাড়। মা মারা গেছে জটিল অসুখে, তাই নিজের কাছে মাঝে মধ্যে কষ্ট অনুভব হয়।
সব ঠিক, কিন্তু ঐ নতুন রুমে যাওয়ার পর থেকে অস্বস্তি বোধ করত। এমন কিছু চোখে পড়ত, যেটা অস্বাভাবিক শুধু নয়, অসম্ভব ও ভয়ানক।
চার তলা বড় বাড়িতে থাকে শুধু মাত্র তিনটি মেয়ে। কেন ? বলতে গেলে ওরাও সন্দেহজনক কথাই বলে।
এটুকু তো পাঠক বন্ধুরা ধরেই নিয়েছে, ঐ পুরো বড় ঘরে আত্মা রয়েছে। তবে একটা নয়, একাধিক।
কেন , কীভাবে , কিকরে ?
অশরীরীরা ভয় দেখায় ওদের, যদিও কোন ক্ষতি করে না।
এই প্রসঙ্গে বলি, ভয় দেখানো আর কোন কিছু বোঝানো অশরীরীদের ক্ষেত্রে দুটোই সমান।
সমস্ত ঘটনা সেদিন প্রকাশ্য হবে, যেদিন চোখে পড়বে ঐ বক্সটা। কোন বক্স ?
আসল স্টোরি ঐ বক্সটাকে কেন্দ্র করেই।
মোটামুটি ওয়ান টাইম ওয়াচ লিস্টের মুভি এটা। আমার ভালো লেগেছে ছোট্ট ও নতুন কনসেপ্টটা। বাকিটা কম বেশি মেলানো যায়। তবে ভয় দেখানোর কায়দা গুলো বেশ দারুন।
ছুটে এসে বুকে লাথি মারার মত।
জাম্প স্কেয়ারি তো ছিলই, সঙ্গে ছিল হাড়হিম করা কিছু দৃশ্যগত ভয়।
নৃশংসটা শেষের দিকে যেন শেষই হয়ে উঠছিল না। ভূতের বইতে অতটা করার দরকার পরে না।
এসব দেখতে হলে তো ইভিল ডেড দেখবো, ২০১৩ সালের। আর তাছাড়া, এমন কিছু ব্যাপার ঘটছিল, দেখে মনে হোল লেখক চাইলেন তাই হোল, কিছুটা জোরজবস্তি।
সিনেমায় একটি অদ্ভুত ডেমনিক ক্রিয়েচারকে দেখতে পাই, যার সাথে “অ্যামুলেট “ সিনেমার শেষ দৃশ্যের মিল পাই।
এক্ষেত্রে এটার মাথা মানুষের, পায়ের জায়গায় কদাকার হাত। সেই হাত দুইয়ের মাঝে মুখ। ভাবতেই অদ্ভুত লাগে।
মানুষকে হালুসিনেট করিয়ে এক প্রকার ইমাজিনারি জগতের ঘোরে রাখে, তার মধ্যে সে তার কাজ সেরে নেয়।
কি কাজ ?
তেমন কিছু না, মুণ্ডুটা জাস্ট টাক করে খুলে নেয়।
একটা সত্যি কথা বলি।
নেটফ্লিক্স এর মান ধীরে ধীরে নামতে শুরু করেছে। বাকিটা যারা বোঝার বুঝবে।
Comments
Post a Comment