সাল - ২০১৪
প্লট – সাইকোলজিক্যাল
হরর, থ্রিলার
ভাষা – জার্মান
সাবটাইটেল – ইংরেজি
আই এম ডি বি রেটিং – ৬.৭ /
১০
পার্সোনাল রেটিং – ৬.৫ / ১০
সিনেমার নামটা খুব সুন্দর, একদম মমতাময়ী। তবে সিনেমা দেখার পর সেই ধারনাটা পালটে গেছে। সাঙ্ঘাতিক এক অন্য ধরনের অভিজ্ঞতা হোল, সেটা নিয়েই আজকের রিভিউ। তবে একটু সামলে চলতে হবে আমাকে, যেটাই বলবো সেটাই এই ফিল্মের স্পয়লার।
সারাদিনের কাজ কর্ম পড়াশোনা সম্পূর্ণ হওয়ার পর দুই ভাই যায় ঘুমাতে। যাওয়ার আগে মাকে গুডনাইট উইশ করে, অর্থাৎ আবার কাল দেখা হবে, নতুন সকালে।
কিন্তু একটা এক্সিডেন্ট ওদের জীবনটা পালটে দেয়। মা এর সিরিয়াস ইনজুরি হয়, যার ফলে সারা মুখে সার্জারি করতে হয়। অপারেশন সাকসেসফুল, কিন্তু বিপদ আসন্ন বাড়ি ফেরার পর।
দুটো ছেলেরই মনে হতে থাকে, ইনি ওদের আসল মা নন। তাদের মা কোনভাবে হয়তো অন্য কোথাও আছে, বা রাখা হয়েছে সবার অগোচরে। ইনি, যিনি এসেছেন এখানে মা এর জায়গায়, আসলেই ইনি অন্য কেও। সার্জারির জন্য সারা মুখেই লাগানো, টেপ।
একজন ছোট্ট সন্তানের কাছে এমনটা হয়ত মনে হওয়াটা অস্বাভাবিক নয়, কারন সে তো মা এর আসল চেহারা দেখতেই পাছে না। কিন্তু এই দুই ভাই যথেষ্টই বয়সে বড়। তাদের এমনটা মনে হওয়ার কারন কি ? এই মহিলার কাছ থেকে কি এমন আচরণ পাছে যেটা তাদের মা আসলেই করত না ?
যতক্ষণ সিনেমা চলবে, দুটো কথা মাথায় ঘুরবে। ছেলে দুটো এমন আচরণ করছে কেন ? মা অর্থাৎ ঐ মহিলাই বা এমন আচরণ করছে কেন ?
সমস্ত সিনেমাই এই গল্পের ওপর ভিত্তি করে। সঙ্গে মাঝারি, বড় মাপের সাসপেন্স সঙ্গে থ্রিলিং অনুভূতি কনফার্ম।
গল্পের আয়তন ছোট্ট, তাই বলে বোরিং হবে ? আজ্ঞে না । বরং উলটোটা। গল্পে মাঝে মধ্যে এক প্রকার সাইলেন্স ভয়াল মুড তৈরি করে। গল্পকার জানে, কি করলে দর্শকের মধ্যে উত্তেজনা ধীরে ধীরে চরমে চলে যাবে।
হ্যাঁ, গল্পের মোচড়টাই এই ফিল্মের মূল আকর্ষণ।
ক্যাপগ্রাস ডিলিউসন – একটি সাইকলজিক্যাল ডিসঅর্ডার।
সিনেমায় কোন একজন এই রোগের শিকার। রোগটা কি? এটাও একটা স্পয়লার।
একটা সত্যি কথা বলছি, এটা অনেক আগে দেখলে হয়তো বেশি মজাই পেতাম আমি। আসলে অনেক সিনেমা দেখার পর, মোটামুটি সিনেমার প্রথম থেকেই আঁচ করতে পারছিলাম, আসল মোচড়টা কি হতে চলেছে। সেজন্যই নম্বরটা কম পড়ে গেছে। নয়তো অভারঅল অভিজ্ঞতা বেশ বেশ বেশ।
চিত্রনাট্য , শব্দগ্রহন সাঙ্ঘাতিক ঘরানায় কথা বলে। এমন ধাঁচের সিনেমা শুরু থেকেই নিজের আলাদা সত্ত্বা বহন করে চলে, ফলে গল্প যাই হোক, এক্সট্রা ফ্লেভার এমনিতেই পাওয়া যাবে।
কিছু জায়গায় বাড়ির লোকেশন ও তার ভিত্তিতে পাশাপাশি কিছু স্থান দেখানো হয়েছে। চমৎকার সুন্দর।
Comments
Post a Comment