প্লট – ভয়
ভাষা – ইংরেজি
দেশ – কানাডা
আই এম ডি বি রেটিং – ৫.৪/
১০
পার্সোনাল রেটিং – ৫.৫ / ১০
প্রথমেই বলে রাখি,ওয়ান টাইম ওয়াচ এর ক্যাটাগরিতে এই ফিল্মটি পরে। ভয়ের সাথে একটু মিক্সডআপ ভিন্ন স্বাদ বজায় রেখে বানানো এই সিনেমা ভয় তেমন ভাবে দেখাতে না পারলেও প্রায় অনেক গুলো মুহূর্ত এমন কেটেছে যেখানে দমবন্ধ করা পরিস্থিতি উপভোগ্য।
চেনা গল্পের নতুন ছক।
মা ও সদ্য জন্মানো ছেলের গল্প।
মাসখানেক ধরে সমস্তটাই ঠিক চলার পরে, আবিষ্কৃত হয়, তার ছেলেকে কেও একজন চুরি করতে চায়।
ব্যাস, এটাই গল্প।
তবে যে চুরি করতে চায়, সে একটি অশরীরী, শয়তান।
সিনেমায় পোস্টপারটাম ডিপ্রেশনের লক্ষণ দেখা যায় সেই মেয়েটির মধ্যে। পোস্টপারটাম ডিপ্রেশন প্রধানত সেই সব নারীদের ক্ষেত্রে দেখা যায়, যারা সদ্য প্রথম মাতৃত্তের স্বাদ পেয়েছে। গুগুল করলে অনেক ইনফো পেয়ে যাবে।
সত্যি কথা বলতে ভিসুয়ালি ভয় পাওয়ানোর মত জাম্পস্কেয়ার হাতে গোনা কয়েকটাই রয়েছে মাত্র। এবার যদি কথা ওঠে মানসিক ভাবে ভয়ের ব্যাপার
.
? তাহলে বলবো, বেশ সচেতনতার সাথেই গল্পকার এগিয়েছে।
তবে একটা কথা, সিনেমাটা কি ছোট করা যেত না ? কন্টেন্ট অনুযায়ী ব্যাপারটা অনেকটাই টেনেছে। সময় বেশ অনেকটাই, যথেষ্ট স্কোপ ছিল ভয় দেখানোর। দুধের স্বাদ ঘোলে মেটালেও সিনেমার ওপেন এন্ড টা দারুন।
আজকাল অনেক সিনেমাই এই কনসেপ্ট এ এসে গিয়েছে।
শেষটা দর্শকের মনমত না হলেও চিন্তা করার খোরাক দিয়ে যাবে।
Comments
Post a Comment