Before I Wake ( 2016 ) - মুভি রিভিউ

প্লট – ফ্যান্টাসি, হরর

ভাষা – ইংরেজি
আই এম ডি বি  রেটিং – ৬.২ / ১০
পার্সোনাল রেটিং –   ৬.৫ / ১০



“ রাতে তুমি না ঘুমানোর ওষুধ খাও কেন ?”
“ খাই, যাতে ঘুমাতে না হয়। আমি ঘুমালে ক্যাঙ্কার ম্যান এসে যাবে।“
“ কে ক্যাঙ্কার ম্যান ?”
“ যে আমার মা কেও খেয়েছে... “

কথোপকথনটা একটা ছোট্ট ছেলে ও একটি মহিলার। ছেলেটির মা মারা গিয়েছে ৩ বছর বয়সে, তারপর থেকেই সে একটি হোমে বড় হয়। দত্তক নিতে আসে একটি ফ্যামিলি, যাদের নিজের ছেলেও মারা যায় এক্সিডেন্ট এ।
ছেলেটির ঐ নতুন বাড়িতে দ্বিতীয় রাতে এই কথোপকথন হয় তার নতুন মায়ের সাথে।
সত্যি, কে এই ক্যাঙ্কার ম্যান ?
ব্যাবহার বা ম্যানারস, সমস্তটাই খুব ভাল জানে ছেলেটি। অথচ রাতে ঘুমাতে গেলেই যত বিপত্তি।
শখ বলতে, প্রজাপতি নিয়ে পড়তে জানতে ভালবাসে।
ছেলেটি আসার পর পরই রাতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, সেটাও রাতে। কোন দিন কালারফুল প্রজাপতি উড়ে বেড়ায় সারা বাড়িতে,অথবা কোন দিন ঐ পরিবারের মরে যাওয়া ছেলেটি এসে দাড়িয়ে থাকে।
কিন্তু কি করে সম্ভব ?



এদিকে দত্তক নেওয়া মহিলা অর্থাৎ নতুন মা এক প্রকার সেশনে যায়, নিজেকে ঠিক করার জন্য। সে কিছুতেই নিজের হারানো ছেলের কথা ভুলতে পারে না। বাথ্রুমে জলে ডুবে মারা যাওয়ার স্মৃতি এখনও ওকে রাতে জাগিয়ে রাখে।

বলে রাখা ভালো এখনের যে নতুন ছেলেটি এসেছে ওদের বাড়িতে, ওকে এর আগে দুই বার দত্তক নেওয়া হয়েছিল। কিন্তু কেও রাখতে পারেনি। প্রত্যেকের ঘরেই কোন না কোন সমস্যা শুরু হয়েছিল, যেটা আসলেই বেশ ভয়ঙ্কর...

ভয়ের মশলা হিসেবে কিন্তু বেশ অনেক কিছুই আছে, যথাযথ নতুনত্তের সাথে। ভয় দেখানোর ভঙ্গিমা পুরনো হলেও বেশ জোরালো এবং বুক কেঁপে ওঠার মতই। আমার যেটা ভালো লেগেছে, অসাধারন স্টোরিলাইন। খুব সংক্ষেপে সুন্দর ভাবে ব্যাক্ত করা হয়েছে গল্পটা। না কোথাও বেশি, না কোথাও কম মানে এককথায় মেদহীন স্বাদ। কেও যদি আবার গল্পের টুইস্ট খোঁজে, হুম হুম আছে, তবে অল্প করে।
শব্দ পরিচালনা বেশ ভালই তবে সূক্ষ্মতার দিকটা আর একটু দেখলে ভালো হত।জটিল মনস্তত্ত্ব এখানে না খাটালেও চলবে।

মানুষের স্মৃতি খুব ভয়ঙ্কর। অবচেতন মনে কোনটা ক্ষত করে দিয়েছে, কোনটা নিজের অজান্তেই তাকে শেষ করে দেয় ভেতর থেকে, সত্যি খুব বিপজ্জনক।
এটা একটা ছোট্ট স্পইলার ছিল মাত্র।



   



 

Comments