প্লট – ভয়, নৃশংসতা
ভাষা – ইটালিয়ান
দেশ – ইটালি
আই এম ডি বি রেটিং – ৫.৭ / ১০
পার্সোনাল রেটিং – ৫ / ১০
সফরযাত্রা বাসে। অজানা অপরিচিত মহিলা পুরুষ, একসাথে যাবে। প্রত্যেকের গন্তব্য আলাদা, কিন্তু বাস একটাই। মাঝপথে এক্সিডেন্ট, ফলস্বরূপ বাস খারাপ। রাত্রিযাপন, সারভাইভ করা। এর মাঝে কিছু অমানুষিক মানুষের আবির্ভাব যারা মানুষকে উৎসর্গ করে, শয়তানের উদ্যেস্যে, তারপর ?
চটজলদি বুঝতে গেলে এটাই এই ফিল্মের গোরার কথা। ফিল্ম যত শেষের পথে, অল্প বিস্তর নতুনত্বের স্বাদ পাওয়া যাবে, যদিও সেটা এমন কিছু আহামরি নয়। আমার অন্তত তেমন মনে হয়নি। ভয়ের থেকে রক্তাক্ত নৃশংসতা একটু বেশি।
কিন্তু যদি আসি শব্দ পরিচালনার ব্যাপারে,এটা কিন্তু বেস্ট। এটাই একমাত্র ব্যাপার, যেটা সিনেমাকে অন্য ভাবে নতুন ভয়ের রূপ দিতে পেরেছে।
তথাকথিত পুরনো ফিল্মের গল্প কে দুমরে মুচড়ে ঠুনকো এক প্রকার নতুনত্ত, উহু। নেটফ্লিক্স এর আজকাল কন্টেন্ট এর অভাব দেখা দিয়েছে বলেই আমার ধারনা।
গল্প যেভাবে শুরু করেছিল, অনেক অনেক স্কোপ তৈরি ছিল, কাজে তো লাগানো যেতই।
মিডসমার এর মত খতরনাক বই এর কথাও মনে করিয়ে দিয়েছে মাঝে মধ্যে। মাঝে মধ্যে মনে হয়েছে, বেশ কয়েকটা ফিল্মের মিক্সাপ নাকি নতুন কিছু ( শেষের অংশ টুকু বাদ দিয়ে )।
তবে একটা ভাইটাল কথা না বললেই নয়, গল্পের শেষে একটা সুন্দর ভাবে সোশ্যাল মেসেজ রয়েছে। সারা ফিল্ম জুরে কিন্তু ওটাই প্রকাশিত হয়েছে, যেটা সত্যি অর্থেই বাস্তব। যদিও এটা বুঝতে অনেকটা গভীর ভাবনার প্রয়োজন।
রেটিং নাম্বার কাটলাম তার কারন, গল্পের মধ্যে মশলা কম, ঝোল বেশি তাই।
আর হ্যাঁ, সিনেমা শেষ হয়ে যাবার পর কিন্তু একটু রুখে যেও , পোস্ট ক্রেডিট সিন তখনও বাকি আছে কিন্তু...
Comments
Post a Comment