Mata Batin ( 2017 ) - সিনেমা রিভিউ

 



প্রেক্ষাপট – ভয়,ভয়ঙ্কর
সাবটাইটেল – ইংরেজি
লাঙ্গুয়েজ – ইন্দোনেশিয়ান
আই এম ডি বি – ৫.২ / ১০
পার্সোনাল রেটিং – ৫ / ১০

 

“ ওল্ড ওয়াইন ইন নিউ বোটল “ কথাটার মানে যদি জানা থাকে, তাহলে সেই বুঝেই এই সিনেমার রিভিউ পড়তে শুরু কর, আর তারপরও যদি ভাললাগে, তাহলেই সিনেমার দিকে এগোতে পারো।
এটা কোন নেগেটিভ বক্তব্য নয়, বরং পুরনোর মধ্যে নতুনত্ব খোঁজার আহ্বান জানিয়ে শুরু করছি আজকের রিভিউ।

মাটা বাতিন, অর্থাৎ লুক্কায়িত। কি লুকিয়ে আছে, সেটা সাসপেন্স থাক।
সিনেমার মূল চরিত্র দুই জন, আলিয়া আর তার বোন আবেল।
পৈতৃক ভিটে, একটা বিরাট বড় বাড়ী
 আর একটা ভয়ঙ্কর গল্প।

ছোট বোন আবেল বলে, সেখানে কিছু একটা অশরীরীর উপদ্রব রয়েছে। দিদি আলিয়া সেই সব বিশ্বাস করে না।
এদিকে ঘটনা ঘটেই চলেছে।
ব্যাপার যখন কিছুতা হাতের বাইরে চলে গেছে,
আবেল আর আলিয়া যায় একজন মহিলার কাছে।
দিদি আলিয়া জানতে পারে ভয়ঙ্কর একটি তথ্য, তার বোনের ব্যাপারে।
তার বোনের নাকি তৃতীয় নয়ন খোলা রয়েছে।
এই তৃতীয় নয়ন সেই সব শক্তিকে দেখতে সাহায্য করে, যারা আসলেই মানুষ নয়, বরং শরীরী প্রকাশে অশরীরী।
কথাটা মনে ধরেনি দিদি আলিয়ার।

“ সব্বার যদি তৃতীয় নয়ন থাকে, তাহলে আমারটাও খুলে দাও। নিজের চোখে না দেখে আমি কিছু বিশ্বাস করব না। “ দিদির এই বক্তব্যে সেই মহিলা কথামত সেই নয়ন খুলে দিল ঠিকই, কিন্তু নিজের অজান্তেই বিপদ ডেকে আনল আলিয়া


কি হোল এর পরে ?
তৃতীয় নয়ন একবার খোলার পর,আর বন্ধ করা সম্ভব নয়।
আলিয়া কি পারবে অশরীরীর হাতছানি সহ্য করতে ?
যারা ওদের বিরক্ত করত, রাতের অন্ধকারে যারা পায়চারি করত, আসলেই তারা কারা ? কি চায় ? এই ঘরে এল কি করে ?

আলিয়ার বয়ফ্রেন্ড সবসময় ওর সাথে থেকে হেল্প করতে চায়। কিন্তু সে নিজেও জানত কি তার পেছনে তার অতীত রয়ে গেছে, নষ্ট হয়ে গেছে তার ভবিস্যত কিছু দিন আগে...
গল্পের মোচড় রয়েছে খুব সুন্দর ও যথাযথ, ভাললাগার মতই। এটাই এই গল্পের ভাললাগার বিশেষ জায়গা, আবার...
 শেষ দশ মিনিট একটু অন্য রকম।
মনে হয়েছিল কোন ভুতের মেলায় হাজির হয়েছি। যে যার মত চলছে,ফিরছে, ঘুরছে।  আর যদি চোখে চোখ পড়ে, তাহলেই হুসসসসসস…  


জাম্প স্কেয়ারি দৃশ্য তো রয়েছে, তবে একটু অন্য রকমের স্বাদ পাওয়ার মত।
শব্দগ্রহন, সঙ্গে আলোর কারসাজি মোটামুটি ভূতুরে আবহাওয়া কে তৈরি করতে সক্ষম হয়েছে। প্রত্যেকের স্ক্রিন আপিয়ারেন্স বেশ সুন্দর, একটু বেশীই সুন্দর, ঝকঝকে। সুন্দরের মধ্যে ভয় ব্যাপারটা নিতে একটু অসুবিধে হয়েছিল আমার অবশ্য।
এডিটিং এ স্পেশাল গ্রাফিক্স এর কাজ কিন্তু আরও ভালো হতে পারত, আজকের দিনে অন্তত। অভারল একবার দেখা যায়।





    



Comments