প্লট – বাস্তব, ভয়
ভাষা – মালায়ালাম
আই এম ডি বি রেটিং – ৬ / ১০
পার্সোনাল রেটিং – ৭.৫ / ১০
সাবটাইটেল - ইংলিশ
( সতর্কতা - সিনেমা শুরুতে কিছু দৃশ্য রয়েছে, যেটা সব্বার ভালো নাও লাগতে পারে।
সেদিকে একটু খেয়াল রাখবে অবশ্যই )
সিনেমা হোক এমন, যেটা শেষ তো সহজেই হয়ে যায়, তার সাথে সাথে দর্শককে ছুড়ে ফেলে চিন্তার কুয়োয়, যেখান থেকে উঠতে একটু হলেও বেগ পেতে হয়।
হ্যাঁ, আজ সেই ঘরানার বাস্তবচিত্র স্বরুপ একটি বিতর্কিত ছবি নিয়ে বলতে শুরু করছি।
সিনেমার শুরু থেকে শেষ একটি রাতের, বা বলা যায় একটি ভয়াবহ রাতের, যে রাতের শেষ নেই। একটি ছেলে আর একটি মেয়ের জীবনে সেই রাত কতটা ভয়ানক হতে পারে, যেখানে তারা ঘর ছেড়ে পালিয়ে এসেছে, অজানা পথের খোঁজে।
ব্যস, এতোটুকুই বলবো গল্পের ব্যাপারে।
আজ এটুকুতেই চুপ করে গেলাম কেন ? বাকিটা কি বলবো ? সেটা তো অনুভব করতে হবে দেখে। একটা সারা রাতের জার্নি রাতের আঁধারে কিভাবে বাস্তবের ছোঁয়াতে অভিশপ্ত হয়ে উঠেছিল দুর্গা আর কবির এর জীবনে।
আজকের দিনেও নারীরা সত্যি সেফ তো ?
যাদের কল্পনায় এনে মূর্তি বানিয়ে আমরা পূজা করি, যাদের ঘরে মা বোন দিদি পিসি মাসি বলে সম্মান করি, তারাই যদি রাতে বেরোয় এমনি কোন দরকারে। সেই আমরাই পালটে ফেলি নিজেদের নজর। সুযোগ নিতে পিছুপা হই না।
এটাই আমাদের বাস্তব সমাজের রূপ ?
ভালোলাগার বিষয় হোল, ক্যামেরা।
সিঙ্গেল শট নিয়ে সিনেমা বানানো, মুখের কথা নয়। লঙস্ক্রিন প্লে রেখে কম শটে ঝা চকচকে সুন্দর অভিনয় , এক কথায় অনবদ্য। কালার টোন এতোটাই নর্মাল, যে মনে হবে অভিজ্ঞতাটা ওদের নয়, দর্শকদের ঘটছে।
অত্যাধিক কথা বলে সিনেমার টেস্ট নষ্ট করতে অরাজি থাকা এই রিভিউয়ার, আজ বিরতি নিল খুব তাড়াতাড়ি।
ও হ্যাঁ, শেষ বক্তব্য।
এই ধানি লঙ্কা বিশিষ্ট মুভিটি নিজের ঝুলিতে কত গুলো এ্যাওয়ার্ড পেয়েছে, তা কিন্তু গুনে শেষ করা যাবে না।
Comments
Post a Comment