পাঁচটি রহস্য উপন্যাস - পুস্তক পরিচয়

 পুস্তক পরিচয়


পাঁচটি রহস্য উপন্যাস

পাবলিকেশন – পত্র ভারতী








আমার ছোট্ট লাইব্রেরি থেকে, বিশেষ একটি সিরিজ তুলে ধরতে চলেছি। ভবিষ্যতে সম্ভব হলে একদিন পুরো সংগ্রহ দেখাব।

গল্পের মধ্যে যে শ্রেণী আমায় সবথেকে বেশি আকর্ষণ করে, সেটা, রহস্য ।
ছোট রহস্য গল্প পড়ে পড়ে যখন ক্লান্ত হয়ে গেছি, উপন্যাস এর দিকে হাত বাড়ালাম।
তখন আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, সেবারের চলতে থাকা বইমেলা তে এই সিরিজের একটা বই কিনে ফেলি ( কোনটা, সেটা গোপন থাক ) । আর বোধহয় ভুলটা ওটাই করে ফেলি মনে হয়।
নতুন বই এর প্রতি টান আমার বরাবরের, আর তার ওপর তার অন্য ঘরানার মৌলিক আগমন ঘটেছে।

উচ্চ মাধ্যমিক চলছে।
৩টে পেপার ঠিক ঠাক দেবার পর, ভাবলাম একটু পড়ে দেখি নতুন বই এর কটা পেজ, তারপর বই পড়বো। যথারীতি বই টা নিয়ে বসলাম।
ব্যাস… পুরো ডুবে গেলাম।
সত্যি বলছি, প্রায় ২ ঘণ্টা কি তার বেশি, কেটে গেল, শেষ করলাম প্রথম উপন্যাস।
ঘড়ি দেখলাম বিকেল ৫ টা কখন যেন পেরিয়ে গেছে।
কাল নাকি আমার পরীক্ষা পেপার আছে আর একটা।

চুপচাপ বইটা গুছিয়ে পড়তে বসলাম, তবে হ্যাঁ মনে মনে একটা শান্তি অনুভব হছিল। উপন্যাসের শেষটাও বেশ রোমহর্ষক আর কিছু বেশি।
স্থির করলাম, পরীক্ষা চলাকালীন ঐ বই তে হাত দেব না, এটাই আমার প্রতিজ্ঞা।
কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ হবার আগে, ঐ বইটা শেষ হয়ে গেছিল। ভাগ্যিস আমি আলাদা একটা রুমে পড়তাম, নয়তো পিঠের চামড়া গুটিয়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
পরের দুই বছরে বাকি বই গুলো কিনে নিয়ে সম্পূর্ণ করে ফেলি এই সিরিজ। সেই শুরু সিরিজ তৈরির হাতেখড়ি।

যাক, অনেক কথা আমার হল। এবার বই এর আসল কথাতে আসি।

পাঁচজন বিশেষ লেখক এর খুব ভাল ভাল ৫ টি করে লেখা প্রতিটি বই তে আছে।

অনীশ দেব
অদ্রিশ বর্ধন
সমরেশ মজুমদার
সৈয়দ মুস্তাফা সিরাজ
তপন মজুমদার

এই লেখকদের কথা আশাকরি, কম বেশি সব্বাই পড়েছে, বলে দিতে হবে না আমায় এনাদের কলমের জাত ।
কোনও একটা বিশেষ গল্পের নাম করি যদি, তাহলে নিজের কাছেই অপমান বোধ হবে।
প্রতিটা বই এর প্রতিটা পিস একে অপরকে টক্কর দিয়ে জেতার রেসে নাম লিখেছে, এমন আঁটুনি লেখার মধ্যে।
লেখা গুলো আমার কিশোর বয়সের কেনা হলেও, কোনও গল্প আদতে কিশোর দের জন্য নয়, সেটা পড়ার পর বুঝলাম। তাই এখনও লেখা গুলো আগের মতই টানে আমাকে।

রহস্য গল্পের প্রতি মুখিয়ে থাকা পাঠক, যদি এই সিরিজ টা মিস করে থাকো, তাহলে তৈরি করে নাও ২৫ রকমের স্বাদ বিশিষ্ট, রহস্য গাঁথা।

আজ এটুকুই।
ধন্যবাদ।

Comments