মিস্টার ডেভিল ( ২০১৯ )
( ইল সিগ্নর ডায়াবলো )
প্রেক্ষাপট - ভয়, ভয়ানক, থ্রিলার
আই এম ডি বি – ৬ / ১০
পার্সোনাল রেটিং – ৭ / ১০
সাবটাইটেল - ইংরেজি
অরিজিনাল ল্যাঙ্গুয়েজ - ইটালিয়ান
নিজের বোন কে কেও মেরে ফেলে ? তাও আবার কামড়ে, রক্তাক্ত করে ?
জিজ্ঞেস করলে বলছে, “ আমি মারিনি, ডেভিল মেরেছে “ । পুচকে ছোড়া বলেটা কি ? নিজের
দোষ লুকানোর জন্য এমন অভিনয় কি খুব জরুরী ? তদন্তের জন্য পুলিশ একজন অফিসার কে
যুক্ত করে। কেস স্টাডি করতে করতে নিজে হতভম্ব হয়ে যায়, আসলে ব্যাপারটা কি ? আসল
খুনি কে ?
সারা ফিল্ম জুড়ে ঐ পুচকে ছোড়ার জবানবন্দি রয়েছে ধাপে ধাপে, যেখানে আরও কিছু বিদঘুটে
ক্যারেক্টার এর উৎপত্তি ঘটে, যারা আসলেই সন্দেহের গণ্ডিতে পড়ে। আসল খুনি কে ?
ডেভিল কি সত্যি আছে ? নাকি এর মূলে আরও অন্য কিছু ঘটছে, যেটা সবার অলক্ষ্যেই মাথা
চাড়া দিয়েছে...
ইতালির একটি বিখ্যাত নভেল এর ওপর বেশ করে তৈরি হওয়া ৮৬ মিনিটের এই সিনেমা দেখতে
বসে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি। সাবজেক্ট ম্যাটার যথেষ্ট জোরালো, তার থেকেও
বেশী কাহিনীর ওঠা নামা আর কৌতূহল তৈরি করা। ইটালিয়ান সিনেমার একটা বিশেষত্ব হোল,
আজকের দিনে দাড়িয়ে থেকে পুরনো ঘটনাকে রেত্র লুক দিয়ে এতটা সাবলীল ভাবে সবার সামনে
তুলে ধরে, মাঝে মধ্যে মনে হয় আমরা কোন শতকে বসবাস করছি ? কালার কন্ট্রাস্ট, সাউন্ড
এত সুন্দর, মেকআপ থেকে শুরু করে কস্টিউম এতটা মানানসয়ি, সত্যি ওরাই পারে করতে।
একটা ভূতের গপ্পকে প্লট হিসেবে ধরে সিনেমা করতে গেলে সবসময় ভূতের দেখা পেতেই হবে ?
যে উড়ে যাছে , অথবা সাদা গাউন পড়ে দেখা দিছে অথবা অন্ধকারে হাত বার করে গলা টিপে
ধরছে। কিছু না হোক, হঠাৎ বিকট শব্দ উপস্থাপন করে চমকে দিছে দর্শক কে, এগুলো দেখে
দেখে অভ্যস্ত আমরা। কিন্তু যদি এগুলো বাদ দিয়েও সিনেমা করা যায়, যেখানে রয়েছে
টানটান উত্তেজনা, সাসপেন্স আর অবশ্যই ভয়ের রক্তিম গন্ধও, এই সিনেমা তার মধ্যে
অন্যতম, অন্তত আমার মতামত তো সেটাই বলছে।
এক কথায় “ পিওর হরর সিনেমা “ ছাপ দিলাম। আর হ্যাঁ, শেষটা না দেখে ওঠা যাবে না,
কারন শেষ মুহূর্তের চমক, গোটা ফিল্মটার মোড় পাল্টে দেবেই দেবে।
এই সিনেমা গুলো দেখার একটা বিপদও আছে। পুরো সিনেমাটা একেবারে বোঝা যাবে না। বার্তালাপের
মধ্যে সবই রয়েছে, কিন্তু কখন কোন ভাইটাল কথা বলে ফেলছে, সেটা বুঝে ওঠার আগেই চলে
যাছে অন্য চ্যাপ্টারে। সিনেমা শেষ হেলো, বেশ কিছু কৌতূহল দর্শকের মধ্যে করে দিতে
সক্ষম এই সিনেমা, আমার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম ঘটেনি।
ধন্যবাদ !
Comments
Post a Comment