ফিল্মি রিভিউ - মিউজিয়াম ( ২০১৬ )


 
আই এম ডি বি – ৬.১ / ১০

পার্সোনাল রেটিং – ৬ / ১০
সাবটাইটেল -  ইংরেজি



ক্রাইম থ্রিলার যতটা জটিল হবে, স্বাদ চাখতে ততটাই ভাল লাগবে। আর এই স্বাদ এ মশলা মেশাতে জাপান সিনেমা জগত যে কতটা এক্সপার্ট, সেটা কম বেশী আমরা রহস্য পিপাসুরা অবশ্যই জানি।

“ মিউজিয়াম “ শব্দটা এলেই, মনে পরে যায় প্রাচীন কিছু বস্তু, পাথর, জীবাশ্ম, পুরনো জিনিস ইত্যাদির সংরক্ষণশালা মাত্র, ঠিক একটা চেনা ছবি ভেসে যায়, খুব স্বাভাবিক। কিন্তু এখানে এই শব্দটার আক্ষরিক মানের ওপর ভিত্তি করলেই বিপদ, কারন ? থাক সে কারন। যদিও বলে রাখছি, যেটা আমার না বলা কথা বুঝিয়ে দিছে, মানে যেটা তুমি ভাবছও, সেটাও কিন্তু সঠিক নয়... যাইহোক, একটু কাহিনীর দিকে টর্চ ফেলি।

শহরে হঠাৎ মৃতদেহ পাওয়া যাছে, সেটাও বিকৃত ভাবে। নৃশংস ভাবে খুন করা হয়েছে, যার আইডিয়া কল্পনার বাইরে। প্রতিটা খুনের পাশে রয়েছে কিছু একটা কাগজ, যেটা দেখে আমার কিছু সময়ের জন্য মনে হয়েছিল বিক্রমের “ অপরিচিত “ ফিল্মটা দেখছি না তো ? যদিও ব্যাপারটা অনেকটাই আলাদা, যেখানে খুন গুলো হছে একটি স্যাঁতস্যাঁতে জায়গায়, অথবা এমন জায়গা যেখানে সূর্যের আলো তেমন ভাবে ঢুকতে পারে না। কাহিনীতে আমরা খুনিকে একটা সময়ে দেখতে পাই, যার ব্যাবহারটা বেশ অদ্ভুত এবং মাথায় সবসময় একটা ব্যাঙ এর মুখোশ পরে থাকে। কোনও সম্পর্ক আছে এর মধ্যে ?

মেইন ডিটেকটিভ এর সাথে পরিচিত হই কাহিনীর শুরুতেই, যে সম্প্রতি একা থাকতে শুরু করেছে। স্ত্রী ও তার ছোট্ট ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছে পারিবারিক কোনও এক কারণে।
দমবন্ধ করা পরিস্থিতি তখন আসে, যখন ডিটেকটিভ সূত্র মেলাতে মেলাতে এগিয়ে যায়, আর সেখানে বুঝতে পারে, পরবর্তী ভিক্তিম তার স্ত্রী হতে চলেছে...  

শেষমেশ খুনি তো ধরা পরলই, কিন্তু কীভাবে ? সে আসলেই খুন করছিল কেন ? খুনের মোটিভ আসলেই কি যুক্তিযুক্ত ? এমন নৃশংস হোল কেন যে কোনও মানুষকে আধাআধি ভাবে চিঁড়ে ফেলতেও
 পারে, আর নিজেকে একজন আর্টিস্ট বলে ঘোষণা করে ?
কাহিনীর শেষের দিকে লেয়ার বাই লেয়ার চমক অপেক্ষা করে রয়েছে, সব্বার জন্য।

অনেক দিন পর এমন একটা মাঙ্গা বেসড মুভি দেখে বেশ লাগছে। তবে একটা কথা না বললেই নয়, ফার্স্ট হালফ যতটা ফাস্ট ও উত্তেজনাপূর্ণ, দ্বিতীয় পার্ট কিন্তু একটু টেনে বাড়ানো হয়েছে, কোনও জায়গা একটু স্লো মুভ করেছে, গতি কোথাও মন্থর সেই জন্যই হয়েছে। নয়তো, পুরো সিনেমা বেশ বেশ বেশ।

কোথায় পাওয়া যাবে ?
অনলাইন স্ত্রিমিং প্লাটফর্ম এ পাওয়া যেতে পারে।


 

 


Comments