“ পাঁচমিশালি “ পরিবারে আপনাকে স্বাগত।


“ পাঁচমিশালি “
 শুধু একটি বাংলা ব্লগ নয়, একটি উদ্যোগ, একটি প্রয়াস সকল বাঙ্গালির জন্য, যারা বাংলা কে মনে প্রানে সম্মান জানায়। আসুন যোগদান করুন এই ব্লগে, আর আপনার বন্ধুদের উৎসাহিত করুন এই ব্লগে যুক্ত হওয়ার জন্য।

পৃথিবীর মানুষ যেখানে চাঁদে পৌঁছে গেছে, ঘরে বসে দূরদূরান্তের খবর পেয়ে যায় হাতের মুঠোয়, সেখানে বাংলা ও বাঙালি এর প্রকৃত সত্তা আজ লোপ পেতে বসেছে।

ছোটবেলার সেই ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর “ বর্ণপরিচয় “ এর নাম আজ কটা ছেলে মেয়ে শুনেছে, সেটাও খুব ভাব্বার বিষয়।
আসুন না সব্বাই এগিয়ে আসি, আবার নতুন করে বাংলা লিখতে, পড়তে শিখি।

বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু চাকরিসুত্রে সব্বাই ইংরেজিতে উত্তর শুনতে চায়। নিজের ভাষার রসবোধ কে নষ্ট করে অন্য ভাষাকে মাথায় তুলে রাখে।
আসুন না, আবারও বাংলাতে আমরা কথা বলি, লিখি আর পড়ি।

এই ব্লগের লিঙ্ক শেয়ার করুন আপনার চেনা, পরিচিত সকল বন্ধু বান্ধব দের সাথে,  
mio2noi.blogspot.com

ইতালিয়ান এই শব্দসমষ্টির মানে, আমি থেকে আমরা।
“ পাঁচমিশালি “ বাংলা ব্লগের মুক্তমনা ভাবনা কে সাথে রেখে একত্র হওয়াই সার্থকতা।


Comments