লেখা পাঠানোর নিয়মাবলী



ব্লগের সদস্যরা অবশ্যই লেখা পাঠাতে পারে, তবে কিছু নিয়মের কথা মাথায় রাখতে হবে। সদস্যও, পাঠক বা অতিথি লেখকেরা সরাসরি ইমেলে লেখা পাঠান

লেখা পাঠানোর ঠিকানা - samiran_destination@yahoo.co.in

বাংলা লেখাটি ইউনিকোড এ সেভ করে একটি .txt, .docx ফাইল হিসেবে অ্যাটাচ করে পাঠান। ইমেলে বিষয় হিসেবে অবশ্যই লিখুন " পাঁচমিশালি রান্নার উপকরণ "


শিরোনাম -

পাঁচমিশালী উপকরণ -

লেখকের নাম -

লেখকের বর্তমান কর্ম / কর্মস্থান  -

যোগাযোগের ঠিকানা - 

মোবাইল নম্বর - 

লেখা - 


যারা লেখা পাঠাতে চান, খুব ভাল হয় যদি তারা লেখা ইউনিকোডে লিখে পাঠান। এর জন্য বেস্ট হবে, অভ্র কিবোর্ড টুল ডাউনলোড করুন।

কম্পিউটার এ নোটপ্যাড ওপেন করার পর তাতে বাংলা লিখুন, আর সেভ করার সময় অপশনে গিয়ে ইউনিকোড নির্বাচন করে সেভ করে ফাইল টি পাঠিয়ে দিন।

পাঁচমিশালী একটি সম্পূর্ণ ফ্রি ব্লগ সাইট, সেক্ষেত্রে লেখক কোনভাবেই নিজের লেখার সাথে কোনও রকম পারিশ্রমিক দাবি করতে পারবেন না।

সকল পেশার পাঠক, গবেষক, ছাত্র, ছাত্রী, চাকুরীজীবী যে কেও সদস্য হতে পারেন, এতে কোনও বাধ্য বাধকটা নেই।    




Comments