ব্লগিং বর্তমানে একটু গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে তথ্যকেন্দ্র হিসেবে। বাংলা ভাষায় যথাযত ব্লগ সংখ্যা অত্যন্ত কম। তারপরেও, হাজারো সাইট এর ভিড়ে পাঁচমিশালী নিজের
স্থান তৈরি করতে প্রস্তুত, সেটাও শুধু মাত্র আপনাদের সহায়তার মাধ্যমেই।
তথ্য বিনিময়ের কেন্দ্রবিন্দু হিসেবে এই ছোট্ট প্রয়াস কে বড় আকারে পরিণত করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ আশা করছি, যেটা পাঁচমিশালী এর উদ্দেশ্য পূরণে
সহায়ক হবে।
সদস্যপদ প্রসঙ্গে কিছু কথা
১. পাঁচমিশালী বাংলা ব্লগের উদ্দেশ্য কিছু বিশেষ ধরণের বিষয় নিয়ে মুক্ত চিন্তা ভাবনা চিন্তাধারার রচনাকে প্রাধান্য দেয়। সদস্য হতে গেলে
এবং লেখা পোস্ট করতে গেলে অবশ্যই পাঁচমিশালী এর উদ্দেশ্যের ব্যাপারটি মনে রাখতে হবে।
২. পাঁচমিশালী তে সদস্যপদ পাওয়ার পরও লেখা প্রকাশিত নাও হতে পারে। সেক্ষেত্রে বিষয় ও চিন্তাভাবনার ওপর তাদের দিক পরিবর্তন করা বাঞ্ছনীয়।
কোনও লেখা যদি পাঁচমিশালী এর উদ্দেশ্য এর সাথে কোনও ভাবে বিরোধী আকার নেয়, সেক্ষেত্রে তা প্রকাশ না করার সম্পূর্ণ অধিকার এডমিন তরফে রয়েছে।
৩. পাঁচমিশালী ব্লগারদের বাক স্বাধীনতাকে অগ্রাধিকার দেয়।
লেখা প্রসঙ্গে কিছু কথা
১. সরলতা, সাবলীলতা বজায় রেখে লেখক লিখবেন নিজের বিষয়ের ওপর।
খুব ভাল হয় যদি লেখক পাঠকপ্রিয়তার ওপরে অধিক গুরুত্ব দেন, নিজের বাক্য বিন্যাসের জাল বুননের থেকে।
২. লেখার আকারের কোন সীমা নির্দিষ্ট নেই, নির্ভর করছে বিষয়ের ওপর। দুই চার লাইন এর লেখা কখনই উৎসাহের যোগ্য নয় এক্ষেত্রে।
৩. পোস্ট হোক কি বা মন্তব্য, ভাষা সবসময় হওয়া উচিত (মূলত) বাংলা, অবশ্যই বাংলা হরফে।
৪. বাংলা ব্লগে ইংরেজি বা অন্য কোনও হরফে লেখা বা মন্তব্য কর্তৃপক্ষ প্রকাশ নাও করতে পারে।
৫. বর্ণবাদী, লিঙ্গবৈষম্য বা জাতিবিদ্বেষী মন্তব্য পাঁচমিশালির নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে সে সকল সদস্যদের বহিষ্কারের পূর্ণ স্বাধীনতা রয়েছে।
৬. লেখা অবশ্যই নিজস্ব হতে হবে। সাহিত্যচুরি দোষে দুষ্ট হলে লেখক কে সতর্ক করা হবে, এবং উল্লেখ্য অংশটুকু অপসারণ করতে হবে। সেক্ষেত্রে এসকম নিয়ম
না মানলে পোস্ট টি সম্পূর্ণ ভাবে মুছে দেওয়াও হতে পারে।
৭. লেখার মাধ্যমে ব্লগের কাউকে বা অন্য কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ কিংবা তার সম্পর্কে অশালীন মন্তব্য, কুৎসা ইত্যাদি
কোনও কিছুই পাঁচমিশালী পোষণ করে না। লেখা যদি উত্তেজনাপূর্ণ, ব্যক্তি-আক্রমণপ্রসূত হয় তাহলে লেখা সরিয়ে নেয়ার কিংবা লেখকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার
অধিকার পাঁচমিশালী সংরক্ষণ করে।
৮. লেখার মধ্যে অশ্লীলতা, ধর্মীয় বা রাজনৈতিক প্রচার কোনভাবেই গণ্য হবে না।
৯. লেখকের কোনও লেখা নিয়ে সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হলে, প্রয়োজনীয় রেফারেন্স এর মাধ্যমে সেই ভ্রান্তি দূর করতে লেখকের সহযোগিতা একান্ত কাম্য।
স্বত্যাধিকার প্রসঙ্গে
১.পাঁচমিশালী তে প্রকাশিত সকল লেখার স্বত্ব লেখকের।
২.মন্তব্যে বা অন্য কোন প্রসঙ্গে আলাদা কোনও রচনার ব্যবহার করলে অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে, অন্যথায় সেটি সাহিত্যচুরি
হিসেবে বিবেচিত হবে। ওপরের লেখা পুরোটা বা আংশিক কপি করে নিজের নামে চালানো কে আমাদের ভাষায় অপরাধ বলে গণ্য করা হয়ে থাকে।
পাঁচমিশালী এই সকল কাজ কে নিরুৎসাহিত করে, পাশাপাশি সদস্যপদ বাতিল করার পদক্ষেপ নিতে পারে।
৩.যেসব লেখার কপিরাইট এখনও আছে, সেগুলো স্বত্বাধিকারীর অনুমতি সাপেক্ষেই প্রকাশিত হবে।
Comments
Post a Comment