ভ্রমণ নিয়ে কিছু কথা

 

পায়ের তলায় সরষে
 

বাঙালি হিসেবে আমি পেটুক ততটা পরিচিত নই, যতটা ভ্রমণ পিপাসু হিসেবে। ঘুরতে যাওয়া নিয়ে আমার বরাবরের এক ধরণের উৎসাহ ছিল, ছোটবেলা থেকে। তখন ভ্রমণ কথাটা জানতাম না, তবে এটুকু বুঝতাম যে বোধহয় এবার পাহাড় দেখবো, বা সমুদ্রে স্নান করতে পারবো আবার। 

ভ্রমণ শব্দটির সাথে পরিচিত হই পঞ্চম শ্রেণিতে, পুরী ঘুরতে আসার সময়। সেই শুরু।
আজও অব্যাহত রেখে চলার চেষ্টা করে চলেছি। আগে গরমের ছুটি পড়লেই নিজের গ্রামের বাড়ি, মেদিনীপুরে ছুট লাগাতাম। গ্রামের সবুজ পরিবেশ, মাটির সোঁদা গন্ধও, মাঠের মধ্যে দিয়ে লাল রাস্তা জমির আল বেয়ে  এই সমস্ত কিছুই উপভোগ করতাম মন প্রাণ ভরে। 

সময় পেরিয়ে যেতে থাকে, আর ক্রমশ সেই ছুটি গুলো আসতে আসতে বাইরে যাবার ঝোঁক বাড়িয়ে তোলে।
বুঝতে শিখলাম সবুজ ধানের ক্ষেত যতটা আকর্ষণীয়, ততটাই আকর্ষণীয় ধাপে ধাপে থাকা সবুজ চা বাগান।


ভোর ৬টায় ঘুম থেকে এই লোভনীয় দৃশ্য, সহরা ভিলেজ , চেরাপুঞ্জি



 ভ্রমণ বিষয়ক কিছু আবশ্যিক কথা আলোচনা করা দরকার। প্রথম বার যারা বেড়িয়ে পড়ছেন , হয়তো ফ্যামিলি ট্যুর অথবা বন্ধুরা, তাদের জন্য অবশ্যই কিছু কথা বলে রাখি।

·       স্থানটি সম্পর্কে আগে থেকে যথেষ্ট তথ্য নিয়ে তবেই যাওয়ার ভাবনা চিন্তা করবেন। সেখানে থাকার ব্যাবস্থা কিরকম, খাওয়ারের জোগান কতটা।

·       আবহাওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেই সময়ে যেতে চাইছেন, তখন সেখানের আবহাওয়া আদতে কি ঘুরতে যাবার উপযুক্ত ? যাচাই করে নেবেন।

·       যদি কোনও পাহাড়ি অঞ্চল হয়, তাহলে ব্যাটারি ( মোবাইল, ক্যামেরা ) সম্ভব হলে এক্সট্রা নিয়ে রাখবেন, কারণ হতে পারে আপনাকে বিদ্যুৎ ছাড়াই কদিন কাটাতে হোল।

·       নিয়মিত ওষুধ ছাড়াও আলাদা ভাবে কিছু ওষুধ অবশ্যই নেবেন, যাতে ফার্স্ট এইড হিসেবে আপনার বা আপনার সঙ্গীর কাজে লেগে যায়।

·       একটা ছুড়ি রাখবেন নিজের পারসোনাল ব্যাগে, আত্মরক্ষার জন্য। সঙ্গে একটা ডবল লাইট যুক্ত টর্চ অবশ্যই।

·       খুচরো কিছু টাকা অবশ্যই সঙ্গে সঙ্গে রাখবেন, সবসময় ওটাই দরকার হয় বেশি।

·       যেই স্থানে ভ্রমণের যাবেন, একটু পড়াশোনা করে নিন সেখানের ভূগোল, ইতিহাস সম্পর্কে। ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে যাবে।

·       নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা ভাল, তবে কোথাও যদি এতটুকু সন্দেহ হয়, গাইড অবশ্যই নেবেন। ওনাদের থেকে ভাল সেখানের রাস্তা আর যাইহোক, আপনি জানেন না।

·       সঙ্গবধ্য হয়ে ঘুরতে বেড়ান, একলা কাউকে ছেড়ে দেবেন না। যদি কেও একা বেরোয়, লক্ষ্য রাখবেন সঠিক সময়ে সে যেন ফিরে আসে।

·       এক্সট্রা সিম কার্ড রাখতেই পারেন। সব স্থানে যে নেটওয়ার্ক থাকবে, তার তো কোনও কথা নেই। অলটারনেটিভ ব্যাবস্থা করে চলা ভাল।

·       হোটেল থেকে বেরোনোর সময় সেখানে সবসময় জানিয়ে বেরবেন। দরকারে ফোন নাম্বার সেভ করতে ভুলবেন না।

 



 

Comments